খরচ মাত্র ১ টাকা! ফলন হবে দ্বিগুণ, অবশ্যই গাছে প্রয়োগ করুন এই উপাদান

নিজের শখের গাছ সারা বছর দুর্দান্ত ফলন দেবে সবাই এই স্বপ্নেই শখের বাগানটি তৈরী করে থাকেন। কিন্তু যে কোনো গাছ তৈরী করা খুব কিন্তু সহজ হয় না। পোকা আক্রমণ করে, পাতা কুঁকড়ে যায়, ফুল আসলেও ঝরে পরে। এসব কিছু থেকে মুক্তি পেতে অবশ্যই বাগানের সব গাছে এই বিশেষ তৈরি জৈব খাবারটি তৈরী করে প্রয়োগ করতে হবে। কিভাবে তৈরী করবেন নিচে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হলো –
১) প্রথমে পাত্রে এক চামচ পরিমান সাদা গোলমরিচ ও এক চামচ কালো গোল মরিচ নিয়ে নিন।
২) এই দুটি মরিচ গুঁড়ো করে নিয়ে একটা প্লাস্টিকের পাত্রে জলের মধ্যে সেই গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিন।
৩) এবার সেই জলের মধ্যে দুই চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে।
৪) দুই ঘন্টার জন্য সম্পূর্ণ ঢাকা দিয়ে সেই দ্রবন রেখে দিন।
৫) অন্য একটি পাত্রে কিছু পরিমান চুন নিয়ে জলের মধ্যে গুলে ফেলুন।
৬) দুই ঘন্টা সময় পেরিয়ে গেলে আগে বানিয়ে রাখা সেই দ্রবনের মধ্যে এই চুনের জল মিশিয়ে ছেঁকে নিন।
৭) স্প্রে বোতলে ভরে নিয়ে গাছের উপরে খুব ভালো করে স্প্রে করে দিন এর ফলে গাছের পাতা কুঁকড়ানো, ফুল ঝরে যাওয়া, গাছের বৃদ্ধি কম হওয়া সব কিছুর থেকে রেহাই পাওয়া যাবে।
একটি গাছের মধ্যেই যদি প্রচুর ফলন করাতে চান তাহলে জলের মধ্যে বাজার থেকে ট্রাইকোডার্মা বা ছত্রাক কিনে এনে জলে গুলে ব্যবহার করুন। সারি সারি ফলন পাবেন প্রতি বছর আপনার পছন্দের গাছ থেকে।