×
Lifestyle

অবশ্যই গোড়ায় দিন এই উপাদান, গাছ ভরে আসবে গাঁদা ফুলে

আমরা সবাই গাঁদা ফুল পছন্দ করি। অনেকেই বাড়িতে বাগানে বা ছাদে গাঁদা গাছ লাগাই। শীতকালে গাঁদা ছাড়া যেন ভালো লাগে না।কিন্তু অনেক সময় এই গাছের সঠিক পরিচর্যা ও সার নিয়ে আমরা বুঝতে পারি না কী করব। আসুন দেখা যাক কী দিলে গাছে প্রচুর কুঁড়ি আসবে।

অবশ্যই গোড়ায় দিন এই উপাদান, গাছ ভরে আসবে গাঁদা ফুলে -

গাঁদা গাছ রোপণ করার ১০ দিনের মাথায় সার দিতে হবে। এই গাছ অবশ্যই রোদে রাখতে হবে। গাছের প্রথম কুঁড়ি কেটে ফেলুন।,এতে গাছ ঝাঁকড়া হবে। এইসময় এই গাছে কিছু সার দেওয়ার দরকার আছে।

অবশ্যই গোড়ায় দিন এই উপাদান, গাছ ভরে আসবে গাঁদা ফুলে -

রাসায়নিক সার যেকোনো ফুলের জন্য জন্য খুবই ভালো। আপনি চাইলে সুপার ফসফেট দিতে পারেন। যেহেতু গাছ ছোট আছে তাই গাছপ্রতি ১ চামচ এর কম সার ব্যবহার করতে হবে। ডি এ পি সব নার্সারিতে পাওয়া যায়। এটা আপনি গাছপ্রতি ১০-১২ দানা দেবেন।

অবশ্যই গোড়ায় দিন এই উপাদান, গাছ ভরে আসবে গাঁদা ফুলে -

এই সার গাছের গোড়ায় না দিয়ে একটু দূরে দিতে হবে। দেওয়ার আগে ও পরে গাছের গোড়ায় মাটি খুঁচিয়ে নেবেন। সার দেওয়ার পরে অবশ্যই ভালো করে জল দিতে হবে। গাছের ২০ দিন বয়স থেকে সপ্তাহে একবার নিমতেল স্প্রে করতে পারেন। এতে পোকামাকড় হবে না।

অবশ্যই গোড়ায় দিন এই উপাদান, গাছ ভরে আসবে গাঁদা ফুলে -

গাঁদা পাতা কুঁকড়ে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যার জন্য এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে। এটাও মাসে একবার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া ইউরিয়া এবং এন পি কে স্প্রে হিসেবে দেওয়া যেতে পারে। এগুলো ১ লিটার জলে ১ চামচ গুলে স্প্রে করতে হবে। এই কয়েকটি সার যদি নিয়ম মেনে গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে আপনার গাছ ফুলে ফুলে একেবারে ভরে যাবে।