মাত্র একটি উপাদানেই বাজিমাৎ! গাছ ভরে আসবে লেবুতে, ফলন হবে ১২ মাস

বাড়িতে অনেকেই সাধ করে লেবু গাছ লাগান। গরমে এই লেবু গাছ সবথেকে বেশি মানুষ খেতে ভালোবাসে। কিন্তু হঠাৎ আপনার লেবু গাছে কি ফলন বন্ধ হয়ে গেছে? নাকি পাতা গুলি কুঁকড়ে গেছে ও গাছ বাড়ছে না? তাহলে এই বিশেষ সার আপনাকে বানিয়ে ব্যবহার করতেই হবে। আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন কিভাবে সেই বিশেষ সার তৈরী করবেন –
১) গাছের চারপাশের মাটিতে যে আগাছা আছে সেগুলিকে উপরে দিন।
২) এরপর একটি বাটিতে ২৫০ মিলি জল নিয়ে তার মধ্যে ১০০ গ্রাম নিমখোল ৬ ঘন্টা বা পুরো একরাত ভিজিয়ে রেখে দিন।
৩) এরপরে ভালো করে দ্রবণটি নেড়ে নিয়ে আরও ১ লিটার জল তার মধ্যে দিয়ে দিন।
৪) তার মধ্যে ১ চা চামচ গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
৫) সম্পূর্ণ দ্রবণটি বড়ো একটি গামলায় ঢেলে নিয়ে তার মধ্যে ২ মুঠো কম্পোস্ট সার বা গোবর সার দিয়ে ভালোভাবে মিশিয়ে সাতদিন রেখে দিন।
৬) তরল ভাবে কিংবা শুকিয়ে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই সার।
৭) জল ঝরিয়ে শুকনো করে তাতে সামান্য বালি মিশিয়ে গাছের চারপাশে প্রয়োগ করা যেতে পারে। বালি কিন্তু সারের কার্যক্ষমতা অনেক গুনে বাড়িয়ে দেয়।
৮) সার দেওয়ার পরে জল দিয়ে দিন তাহলে কিন্তু খুব দ্রুত কাজ হবে।
লিফ মাইনর বা মিলিবাগ পোকার আক্রমণ থেকে লেবু গাছকে রক্ষা করার জন্য এই পদ্ধতি গুলো নিতে পারেন –
১) এক লিটার জলে ১ চামচ হলুদ, ১ চামচ ডিটারজেন্ট ও ১ চামচ থিওভিট সালফারযুক্ত ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
২) স্প্রে বোতলে ভরে নিয়ে বিকালে গাছের উপরে ভালো করে দিয়ে দিন।
আবার গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করবেন –
১) একটি পাত্রে ১ লিটার জলের মধ্যে ২৫০ মিলি ভাতের ফ্যান ও ২৫০ মিলি চাল ধোয়া জল একটা স্প্রে বোতলে ভরে নিয়ে বিকাল বেলা স্প্রে করে দিন।
সবশেষে আপনাদের বলি ১ লিটার জলে বরফ কুচি ,১ চা চামচ দারচিনির গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো ও ১ চামচ ভিম লিকুইড দিয়ে একটা মিশ্রণ বানিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে লেবুতে আর কোনো ধরণের পচন ধরবে না।
আপনার সাধের লেবু গাছ বাঁচাতে এই কয়েকটি পদক্ষেপ অবশ্যই মেনে চলুন। সারাবছর ফলন পাবেন দুর্দান্ত।