Advertisement
Lifestyle

গাছ ভরে আসবে লেবুতে, অবশ্যই গাছে দিন এই একটি উপাদান, ফল পাবেন হাতেনাতে

Advertisement
Advertisements

বাড়িতে অনেকেই সাধ করে লেবু গাছ লাগান। গরমে এই গাছের লেবু ভাতের পাতে সবথেকে বেশি তৃপ্তি দেয়। কিন্তু যদি দেখেন হঠাৎ আপনার লেবু গাছে ফল আসা বন্ধ হয়ে গেছে? শুধু তাই নয় গাছ বেড়ে চলেছে কিন্তু কোনো ফলন নেই। আবার গাছে ফুল আসলেও বিশেষ একটি খাবার প্রয়োগ করতে হবে। আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন কিভাবে সেই লেবু গাছ সম্পূর্ণভাবে সুন্দর করে দেবেন।

গাছ ভরে আসবে লেবুতে, অবশ্যই গাছে দিন এই একটি উপাদান, ফল পাবেন হাতেনাতে

Advertisements

১) যে টবে লেবু গাছ লাগানো আছে তার চারপাশের মাটি হালকা করে খুঁড়ে নিন ফলে সার বা জল দিলেই ভালো করে কাজ করবে।

Advertisements

২) গাছের যে ডাল গুলিতে কুঁড়ি বা ফুল আসে না সেগুলি আপনি অতি অবশ্যই কেটে ফেলবেন।

গাছ ভরে আসবে লেবুতে, অবশ্যই গাছে দিন এই একটি উপাদান, ফল পাবেন হাতেনাতে

৩) এবার এক বছরের পুরোনো গোবর সার গাছের গোড়ায় ঠিক এক মুঠ দিয়ে দেবেন।

৪) এই বিশেষ খাবার কিন্তু মাস খানেক পর পর দেবেন। কারণ বেশি নাইট্রোজেন হলে গাছ পচে যেতে পারে।

গাছ ভরে আসবে লেবুতে, অবশ্যই গাছে দিন এই একটি উপাদান, ফল পাবেন হাতেনাতে

৫) এরপরে গাছে কুঁড়ি ও ফল এসে গেলে NPK191919 বা NPK0050 নেই তারা অবশ্যই সেই সার গাছের গোড়ায় দেবেন।

৬) যদি এই দুটি সার না থাকে নাহলে বাজার থেকে লাল পটাশ সার কিনেও এক গ্রাম গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন একই ধরণের কাজ হবে।

আপনার সাধের লেবু গাছে সারাবছর এমন ফুল আনতে ও দুর্দান্ত সুন্দর ভাবে বড়ো করতে এই কয়েকটি পদক্ষেপ অবশ্যই মেনে চলুন। তার ফলে সারাবছর ফলন পাবেন অনায়েসেই।