ফুলে ফুলে ভরে আসবে ডালিয়া গাছ! অবশ্যই ব্যবহার করুন এই উপাদান, ফল পাবেন হাতেনাতে

শীতের মরসুমে আপনার ছাদ বাগানে ডালিয়া ফুল থাকবে না তা কি হয় বলুন। ডালিয়া চাষ করতে কিন্তু কিছু বিশেষ দিকের খেয়াল রাখতে হবে। আসলে এই গাছের যত্ন নিতে হয় আপনাকে নাহলে কিন্তু সঠিক ফুল আসবে না। আপনাকে আজ আমাদের প্রতিবেদনের মাধ্যমে ডালিয়া চাষের বিশেষ কিছু পদ্ধতি দেখানো হবে যার ফলে আপনার গাছে দুর্দান্ত ফুল আসবে অনায়েসেই।
১) ডালিয়া গাছ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ও বড়ো সাইজের ডালিয়া ফুল পাওয়ার জন্য গাছের উপরের মূল যে কান্ডটি থাকে সেটা কেঁটে ফেলুন। এর ফলে গাছের সমস্ত ফুল খুব বড়ো ও তাড়াতাড়ি বেড়ে উঠবে।
২) গাছের খাবার হিসাবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর সর্ষের খোল ভেজানো জল গাছের গোড়ায় প্রয়োগ করবেন।
৩) বাজার থেকে কেঁচো সার ও ডিএপি এই দুই ধরণের খাবারে কিনে আনবেন।
৪) টবে গাছের মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে ভালো করে এই দুটি সার ছড়িয়ে দিতে হবে।
৫) ডালিয়া ফুল অনেক বড়ো ও ভারী হয়। যার ফলে অনেকসময় গাছ বেঁকে যায়। আপনারা সেই কারণে গাছের মধ্যে কঞ্চি বেঁধে সোজা করে দেবেন।
এই কয়েকটি পদক্ষেপ যদি নিতে পারেন আপনার ডালিয়া গাছ হয়ে উঠবে খুবই সুন্দর। আর কার্যত সারাবছর আপনি ফুল পাবেন।