বন্ধ হবে চুল পড়া, আজই বাড়িতে বানিয়ে ব্যবহার করুন এই শ্যাম্পু, শিখে নিন বানানোর পদ্ধতি

বাড়িতে শ্যাম্পু বানিয়ে ব্যবহার করেছেন কোনোদিন? জানি এটা শুনতে একটু অন্যরকম লাগবে তা সত্ত্বেও বাজারের কেমিক্যাল মেশানো শ্যাম্পু আপনার ত্বকের জন্য খুব একটা ভালো নয়। বর্তমানে মেয়েদের চুলের পরিমাণ অনেক কমে যাচ্ছে, নানা কারণে হেয়ার লস হচ্ছে। বাড়িতেই বানিয়ে যদি মাথায় ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু তাহলে চুল পড়া কমে যাবে। তাই আপনাদের আজ বাড়িতে কিভাবে শ্যাম্পু বানাবেন সেই সেই সম্পর্কে কিছু টিপস দেবো।
বানানোর পদ্ধতি :
এই শ্যাম্পু বানাতে আপনার লাগবে কিছু পরিমান রিঠা ও জবা ফুলের পেস্ট। রিঠাকে ব্যবহার করার এক রাত আগে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর সকালে রিঠার থেকে সেই বীজ বের করে নিয়ে নিন। এরপর হাত দিয়ে খুঁজলে কেচে খুব ভালো করে সাবান বার করে নিতে হবে। তারপর রিঠা ভেজানো জলের মধ্যে জবা ফুলের পেস্ট মিশিয়ে শ্যাম্পু হিসাবে ব্যবহার করুন। শ্যাম্পুর মতোই ব্যবহারের সময় দেখবেন ফ্যানা হবে।
উপকারিতা :
বাজার চলতি কেমিক্যাল শ্যাম্পু নয় বরং বাড়িতে বানানো এই শ্যাম্পু ব্যবহার করুন। ব্র্যান্ডেড শ্যাম্পু চিরকাল ব্যবহার করলে আপনার স্ক্যাল্পে বিভিন্ন রোগ হবার সম্ভবনা থাকে। নিয়মিত এই শ্যাম্পু ব্যবহার করলে চুল লম্বা ও সুন্দর হবে।
তবে উপরের কোনো উপকরণে এলার্জি থাকলে তা ব্যবহার করবেন না উপরন্তু আপনি কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নেবেন।