×
Lifestyle

চুল হবে ঘন ও কালো! অবশ্যই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেল

‘হেয়ার ফল’ এই সমস্যায় কার্যত ভারতে প্রতিটি ঘরে ঘরে বহু মানুষ জর্জরিত। শীতকালে তো আবার এই খুশকি ও চুলের গোড়া শুকিয়ে চুল পড়ে বেশি পরিমানে। বাজার চলতি বিভিন্ন হেয়ার প্রোডাক্ট ও ট্রিটমেন্ট করলেও তেমন কোনো ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু জানেন কি আপনার বাড়িতেই এমন জিনিস আছে যা দিয়ে পাকা চুল সাদা করতে পারবেন তেমনই টাক পরে যাওয়ার মতো সমস্যা থেকে সাড়া জীবনের মতো রেহাই পাবেন।

চুল হবে ঘন ও কালো! অবশ্যই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেল -

আপনারা জানেন কি জোয়ানের তেল ব্যবহার করে চুলের হাল ফেরাতে পারবেন। ভাবতে অবাক লাগলেও এই তেল আপনারা বাড়িতে বানিয়েই চুলের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে তৈরী করবেন এই জোয়ান তেল –

চুল হবে ঘন ও কালো! অবশ্যই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেল -

প্রথমে জোয়ান পিষে তার থেকে তেল বের করে নিন। যদি তা না করতে চান বাজার চলতি জোয়ানের তেলও কিনে নিয়ে আসতে পারবেন। এবার সরাসরি যেমন এই তেল মালিশ করতে পারবেন ঠিক তেমনই নারকেল তেল, অলিভ কিংবা আমন্ড অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা জোয়ানের তেল মিশিয়ে ভালো করে স্ক্যাল্পে মালিশ করুন। ৩ দিন করলেই ফারাক বুঝতে পারবেন।

চুল হবে ঘন ও কালো! অবশ্যই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেল -

জোয়ানের তেল থেকে কী কী উপকার পাবেন আপনি –

১) এই তেল নিয়মিত ব্যবহার করলে চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে।

২) ফাঙ্গাল ইনফেকশন কমানোর জন্য আপনি এই তেল ব্যবহার করতে পারেন। জোয়ানের তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা স্ক্যাল্পে কোনো সমস্যা হলে নির্মূল করে দেয়।

৩) অকালে আপনার চুলে পাক ধরলে এই তেল ব্যবহার করে কালো করে ফেলতে পারবেন অনায়েসেই।

চুল হবে ঘন ও কালো! অবশ্যই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে বানানো এই তেল -

তবে উপরের কোনো উপাদানে যদি আপনার এলার্জি থাকে তাহলে ব্যবহার করবেন না। তার বদলে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।