
৪০ ডিগ্রি তাপমাত্রায় রোদে বেরোলে ত্বকের যে কি হাল হবে তা বলার মতো নয়। ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে নানা স্কিনকেয়ার প্রোডাক্টই ব্যবহার করেন সকলে। তবে টাকা খরচ করে কিংবা দামি প্রোডাক্ট ব্যবহার করেও কিছু হচ্ছে না। তাহলে আপনাদের জন্যই এই গরমে নিজের ত্বকের জেল্লা ধরে রাখতে বিশেষ চারটি জিনিসের ব্যবহার নিয়ে হাজির হয়েছি।
১) গোলাপ জল – ত্বকের জন্যে খুবই উপকারী গোলাপ জল। এই জলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান থাকে। যা ত্বকের কোমলতা ধরে রাখতে সাহায্য করে। গবেষণায় পাওয়া গেছে, গোলাপের পাপড়িতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান আছে। তাই এই গোলাপ জল অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে।
২) অ্যালোভেরা জেল – শুধু ত্বক নয় আমাদের শরীরের জন্য দারুণ উপকারী অ্যালোভেরা জেল। শুষ্ক হয়ে যাওয়া ত্বকে অবশ্যই এই জেল লাগাতে হবে। অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার। তাই প্রতিদিন নিয়ম করে এই জেলের মাধ্যমে জেল্লা ফিরে আসবে। ভিটামিন এ, সি এবং ই, অ্যান্টি -অক্সিড্যান্ট, ভিটামিন বি ১২ , ফলিক অ্যাসিড এবং কোলাইন থাকে। রোদে পোড়া ত্বকেও ঠিক ওষুধের মতোই কাজ করে অ্যালোভেরা।
৩) ভিটামিন ই – ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ময়শ্চারাইজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গরমে ত্বক নিজের বয়স হারিয়ে বাড়তি বয়সের মতো হয়ে যায়। সেটাই কমায় এই ভিটামিন ই।
৪) ভিটামিন সি – সমৃদ্ধ ফেস সিরাম দুর্দান্ত কাজ করে। অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে এই ভিটামিন। তাই উপাদানটি যেমন ত্বকের জেল্লাও ধরে রাখে, ত্বকে বয়সের ছাপও পড়তে দেয় না। প্রতিদিন নিয়ম মেনে তবে ব্যবহার চালিয়ে যেতে হবে।
কিভাবে ব্যবহার করবেন এই চারটি উপাদান –
একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন। তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল, একটি ভিটামিন ই ক্যাপসুল নিন। ভালো করে মুখে মেখে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। সবশেষে একটি ভিটামিন সি যুক্ত ফেস সিরাম মেখে নিন।
আবার এই চারটি উপকরণ আলাদা আলাদা ভাবেও ব্যবহার করতে পারেন। প্রথমে গোলাপ জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। মুখে ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে নির্যাসটি মাখুন। সবশেষে আপনার ত্বককে দিন ভিটামিন সি সমৃদ্ধ ফেস সিরাম।
এই পদ্ধতিতে যদি গরমে নিজের ত্বকের খেয়াল রাখতে পারেন অবশ্যই সুন্দর, মোলায়েম ও কোমল ত্বক পেতে পারেন। কিন্তু নিয়ম মেনে প্রতিদিন আপনাকে এই চারটি পদ্ধতি অবলম্বন করতেই হবে।