×
Lifestyle

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি জিনিস

নিজের শখের বাগানে অবশ্যই হাজারী গোলাপ গাছ সবাই রাখতে পছন্দ করেন। তবে এই গোলাপ ফুল দেখতে খুব সুন্দর হলেও পরিচর্যা করতে বেশ খানিক কষ্টদায়ক। আসলে আমরা গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জানি না। যে কারণে বাগানে সেই গাছ রোপন করলেই ঠিকভাবে বেড়ে ওঠে না। তাই আজ হাজারী গোলাপ গাছের সঠিক পরিচর্যা আপনাদের দেখাবো।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি জিনিস -

১) ছোট চারা গাছ হলে ৮ ইঞ্চি আর তার থেকে বড়ো চারা গাছ হলে ১২ ইঞ্চির টবে প্রতিস্থাপন করতে হবে।

২) চার কাপ মাটির সাথে দুই কাপ বালি ও দুই কাপ ভার্মি কম্পোসড সার মিশিয়ে ভালো করে গোলাপ গাছের মাটি তৈরী করে নিন।

৩) পোকা, কেঁচো কিংবা বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে এই মাটিকে বাঁচাতে ও গাছের অতিরিক্ত খাবার হিসাবে নিম খোল এবং হাড় গুঁড়ো ব্যবহার করতে হবে।

ফুলে ফুলে ভরে উঠবে গোলাপ গাছ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি জিনিস -

৪) শীতকালে এই হাজারী গোলাপের দরকার হয় অতিরিক্ত খাবার। তার ফলেই সবথেকে সুন্দর ফুল আসবে এই গাছে।

৫) তার জন্য আপনাকে এক মুঠ কম্পোসড সার, এক গ্রাম ডিএপি, লাল পটাশ ও ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেবেন। সব শেষে এক মুঠো নিম খোল মিশিয়ে তরল ভাবে কিংবা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন।

৬) এই ফুল গাছ সরাসরি সূর্যের আলোতে রাখবেন তার ফলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এই গাছ।

তাহলে আর চিন্তা কিসের অতি সহজেই এই গাছ লাগিয়ে আপনার বাগান কার্যত ভরিয়ে তুলুন।