×
Lifestyle

শসার ফলন হবে দ্বিগুণ! অবশ্যই গাছে দিন এই সার, ফল পাবেন হাতেনাতে

কি কি সার আপনার শশার ফলন দ্বিগুন করে দেবে জানেন? অনেকেই বাড়িতে মাচায় শশা গাছের চাষ করলেও ফলন ভালো হয় না। গাছ মরে যাওয়া ও ফুল না আসার মতো সমস্যায় ভোগেন অনেকেই। তবে নির্দিষ্ট কিছু সার আছে যা একবার প্রয়োগ করলেই দুর্দান্ত ফলন পাবেন এক মাসের মধ্যে। নিচে সেই সার প্রয়োগ সম্পর্কে দেখে নিন।

শসার ফলন হবে দ্বিগুণ! অবশ্যই গাছে দিন এই সার, ফল পাবেন হাতেনাতে -

১) শশা গাছের গোড়ায় যা আগাছা আছে সেগুলি ভালো করে পরিষ্কার করে ফেলুন।

২) গাছের গোড়া থেকে একটু দূরে মাটি হালকা খুঁড়ে নিন। তাহলে সার প্রিয়োগ করলেই দুর্দান্ত ফলাফল পাবেন।

শসার ফলন হবে দ্বিগুণ! অবশ্যই গাছে দিন এই সার, ফল পাবেন হাতেনাতে -

৩) চা পাতা ব্যবহার করার পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে শশা গাছের প্রয়োগ করুন।

৪) ৮-১০ গ্রাম TSP সার গাছের গোড়ায় দিয়ে দেবেন।

শসার ফলন হবে দ্বিগুণ! অবশ্যই গাছে দিন এই সার, ফল পাবেন হাতেনাতে -

৫) দেবেন ৮-১০ গ্রাম ফুরাডান সার।

৬) MOP সার কিংবা মিউরেড অফ পটাশ সার ১০ গ্রামের মতো দিয়ে দিতে হবে।

শসার ফলন হবে দ্বিগুণ! অবশ্যই গাছে দিন এই সার, ফল পাবেন হাতেনাতে -

৭) ঠিক একই ভাবে ১০ গ্রাম মতো ইউড়িয়া সার দিয়ে দিন।

৮) মিশ্র সার কিংবা NPK সার খুবই গুরুত্বপূর্ণ শশা গাছের ফলনের জন্য।

সার গুলি দেওয়া হয়ে গেলে হালকা মাটি দিয়ে ঢেকে সুন্দর জল দিয়ে দেবেন। তবে গাছে যদি ফুল না আসে তাহলে বাজার থেকে Booster:2 গ্রোথ রেগুলাটর যা গাছে প্রয়োগ করলে অবশ্যই ফুল আসবে। এই সব কোটি স্টেপ যদি মেনে চলেন শশা গাছে ফুল আসতে সময় লাগবে মাত্র ৩০ দিন।