যৌবন ধরে রাখতে চান? আজই ব্যবহার করা শুরু করুন নারকেল তেলের এই ৫টি ফেসপ্যাক

অনেকেই অভিযোগ করেন চেহারায় খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ধরনের এন্টি এজিং ক্রিম পাওয়া যায়। আগেকার দিনে মা ঠাকুমারা এই কাজের জন্য নারকেল তেল ব্যবহার করতেন। জানেন কি, নারকেল তেল কতটা কার্যকরী? আসুন দেখা যাক নারকেল তেল দিয়ে বানানো কয়েকটি ফেস প্যাক।
নারকেল তেল থেকে ১০০ শতাংশ ফ্যাট ও ৮০-৯০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট বের করা যায়। এইজন্য শীত পড়লেই এই তেল জমে যায়। ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার ফলে এটা ত্বকের পক্ষে খুবই ভালো। এটা ত্বককে সানবার্ণ হওয়া থেকে বাঁচায়,ও তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া রোধ করে।
নারকেল তেল, টমেটোর রস- নারকেল তেলের সঙ্গে টমেটোর রস মিশিয়ে নিন। টমেটোর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি। এটি ত্বকে লাগালে ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি সুন্দর এবং পরিষ্কার হবে।
নারকেল তেল, ভিটামিন ই অয়েল- নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই তেল মিশিয়ে নিন। এটা ব্যবহার করলে শীতকালে ত্বক ফেটে যাওয়ার সমস্যা সমাধান হবে।
নারকেল তেল, অ্যালোভেরা জেল- নারকেল তেল আর এলোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটিকে আপনি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন।
নারকেল তেল, টক দই তেলের সঙ্গে চালের গুঁড়ো আর টক দই মিশিয়ে নিন। এটি একটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন ।
নারকেল তেল, কাঁচা দুধের ফেসপ্যাক- কাঁচা দুধের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। এটা আপনি ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারেন। এটি ফ্রিজের মধ্যে রাখতে পারলে ভালো হয়।