
মানুষের হাসি যা দিয়ে বিশ্ব জয় করে নেওয়া সম্ভব। কিন্তু সেই হাসি যখন হয়ে ওঠে চক্ষু লজ্জা তখন কি করবেন? হাসতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দাঁতের। সুন্দর দাঁত অনায়েসেই আপনার জীবনের উপরে পজিটিভ একটা ছায়া ফেলবে। কিন্তু কিভাবে আপনার হলুদ দাঁত সাদা করবেন? চিন্তা নেই তেমনই ঘরোয়া কিছু জিনিস ৫ রকমভাবে ব্যবহার করেই সহজে দীর্ঘদিনের হলুদ হয়ে যাওয়া দাঁত সাদা করে তুলুন।
১) বেকিং সোডা – নিজের ব্রাশের মধ্যে পেস্টের মতো করে অল্প করে বেকিং সোডা লাগিয়ে নিন। তার সাথেই সমান অনুপাতে নেবেন অ্যালাম পাউডার। এই দুটি জিনিস দিয়ে আসতে আসতে ব্রাশ করুন। ধুয়ে নিলেই দেখবেন কেমন ধবধবে সাদা হয়ে গেছে।
২) নিম ডাল – বছরের পর বছর ধরে নিম ডাল ব্যবহার করে দাঁত মাজার পক্রিয়া চলছে। এখনও গ্রাম বাংলায় বহু মানুষ নিম ডাল ব্যবহার করেন। জলে ডুবিয়ে নরম করে ব্যাকটেরিয়া রোধকারী এই জীবাণু দূর করে।
৩) নারকেল তেল ও হলুদ – পাত্রে এক চামচ হলুদ গুঁড়ো ও কয়েক ফোঁটা নারকেল তেল নিন। ভালো করে মিশিয়ে যে পেস্ট তৈরী হবে সেটা ব্রাশে নিয়ে মাজতে থাকুন। ধুয়ে নিলেই দেখতে পাবেন আপনার দাঁত সম্পূর্ণ সাদা হয়ে গেছে।
৪) ফলের খোসা – যে কোনো ধরণের ফলের খোসা ব্যবহার করতে পারেন। যেমন কমলালেবু, কলা, লেবু এই ধরণের খোসা দিয়ে দাঁত ঘসুন। ধপধপে সাদা করে তুলবে।
৫) তুলসী পাতা ও সর্ষের তেল – প্রথমে তুলসী পাতা বেঁটে নিন। এবার সর্ষের তেলের সাথে ব্লেন্ড করা তুলসী পাতা মিশিয়ে পেস্ট তৈরী হবে। সেটা দিয়ে ব্রাশ করুন।