Lifestyle

দূর হবে বগলের কালো ছোপ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি ক্রিম, ফল পাবেন হাতেনাতে

Advertisement
Advertisements

আজকালকার যুগের মেয়েরা তাদের স্কিন বলুন বা তাদেরকে কিভাবে আরও বেশি সুন্দর লাগবে সেই নিয়ে বেশ সচেতন। আর তাইতো নিত্যনতুন স্টাইলিশ পোশাকে তারা নিজেদের মেলে ধরেন। আর স্টাইলিশ পোশাক মানেই সেখানে স্লিভলেস তো থাকবেই। কিন্তু অনেকেই আছেন যারা আন্ডারআর্মের কালো দাগের কারণে স্লিভলেস পোশাক পরতে লজ্জা পান। তবে, এর থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া যায়।

আজ তাই আপনাদের সঙ্গে এমন ৫ টি ক্রিমের কথা শেয়ার করবো যেগুলি কিনা ব্যবহার করলে নিমেষেই আন্ডারআর্মের কালো দাগ দূর হবে। চলুন তবে দেখে নেওয়া যাক সেগুলি কি কি

দূর হবে বগলের কালো ছোপ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি ক্রিম, ফল পাবেন হাতেনাতে

১.Nivea Deodorant Whitening smooth skin

আন্ডারআর্মের যত্ন নিতে ব্যাবহার করুন এই নিভিয়া রোল অনটি। এটি ত্বককে আরাম দেবে। এমনকি আপনার আন্ডারআর্মকে সারাদিন ইভেন-টোনড ফর্সা রাখবে। এছাড়াও দুর্গন্ধ মুক্ত করে সুরক্ষা প্রদান করবে।

দূর হবে বগলের কালো ছোপ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি ক্রিম, ফল পাবেন হাতেনাতে

২.Beautzilla Intimate Area Dark Spot Corrector

এই বিউটিজিলার সাহায্যে আপনি আপনার শরীরের যেকোনো ডার্কস্পটে দ্রুত জেল্লা ফিরিয়ে আনতে পারবেন। এমনকি এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে। বলতে গেলে ত্বকের কালচে দাগ দূর করার জন্য এটি সেরা ক্রিম। আর তাই পারফেক্ট লুক পেতে দিনে দুবার এই ক্রিম ব্যবহার করুন।

দূর হবে বগলের কালো ছোপ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি ক্রিম, ফল পাবেন হাতেনাতে

৩.Nella Whitening and Brigjtening Tone-Up Cream

এই কোরিয়ান ক্রিমটি বিবর্ণ আন্ডারআর্মের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই ক্রিমটি আপনার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এমনকি ত্বকের নমনীয়তা রক্ষা করে। সবশেষে ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ করে।

৪.Deaux Intense Glowing Underarm

এই ক্রিমটি খুবই দক্ষতার সঙ্গে ত্বককে ময়েশ্চারাইজ করে। কনুই, আন্ডারআর্ম, স্তন, হাঁটু অথবা শরীরের যেকোনো প্রাইভেট পার্টে এটি ব্যবহার করতে পারেন। ক্রিমটি আপনার স্কিনের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার আন্ডারআর্মের রং ফিরিয়ে আনে।

দূর হবে বগলের কালো ছোপ, অবশ্যই ব্যবহার করুন এই ৫টি ক্রিম, ফল পাবেন হাতেনাতে

৫.The Enq Intimate Skin Lightening Serum

এই ক্রিমটি হোয়াইটনিং লোশন অলিভ, সারমেন্টোসা, পেঁপে ও সিডিয়াম গুয়াজাভা ফলের নির্যাস দিয়ে তৈরি করা হয়। এটি ত্বককে হালকা উজ্জ্বল করে তোলে। এমনকি ত্বকের টেক্সচার বাড়িয়ে ত্বককে করে তোলে মসৃন, কোমল। আন্ডারআর্মকে সাদা করার ক্রিম হিসেবে এই অনবদ্য।