Lifestyle

এই ভ্যাপসা গরমেও বাড়বে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন অ্যালোভেরার এই ফেসপ্যাক

Advertisement
Advertisements

গরম তো পুরোদমে পরেই গেছে। আর এই গরমে ত্বকে দেখা দেয় হাজারও একটা সমস্যা। আর তারমধ্যে বড় একটি সমস্যা হল ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া। তবে, সমস্যা যাই হোক না কেন তার সমাধানে বরাবরই কিন্তু অ্যালোভেরা জেল বেশ উপকারী। চুল বলুন বা ত্বক সবেতেই কাজে লাগে এটি। অ্যালোভেরা স্কিনের জন্য কতটা জরুরি তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়।

এই ভ্যাপসা গরমেও বাড়বে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন অ্যালোভেরার এই ফেসপ্যাক

অ্যালোভেরাতে রয়েছে এন্টি অক্সিডেন্ট। যা ত্বকের ক্ষত সারানোর পাশাপাশি ত্বকের জেল্লাও ধরে রাখে। ত্বকের জেল্লা ফিরে পেতে কিভাবে অ্যালোভেরা জেল সাহায্য করবে আজ তারই কিছু টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকেই আছেন যারা বাজার চলতি অ্যালোভেরা জেল অনেক অনেক টাকা দিয়ে কিনে থাকেন। কিন্তু আজ আপনাদের বাড়িতেই কিভাবে ঘরোয়া উপায়ে অ্যালোভেরা জেল তৈরি করা যায় সেটা শেয়ার করবো।

এই ভ্যাপসা গরমেও বাড়বে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন অ্যালোভেরার এই ফেসপ্যাক

প্রথমেই গাছের থেকে দুটো অ্যালোভেরা পাতা তুলে নিন। এবার তা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ২০ মিনিট পর পাতা থেকে তরল থকথকে অংশটি বের করে ফ্রিজে রেখে দিন ১০ মিনিট। তাহলেই একেবারে তৈরি অ্যালোভেরা জেল। এবার কিভাবে এটা থেকে ফেসপ্যাক বানাবেন তাই ভাবছেন নিশ্চই। চলুন তবে জেনে নেওয়া যাক।

এই ভ্যাপসা গরমেও বাড়বে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন অ্যালোভেরার এই ফেসপ্যাক

অ্যালোভেরার ফেসপ্যাক

২ চামচ অ্যালোভেরা জেল , ১ টি ভিটামিন ই ক্যাপসুল ও পরিমান মতো গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন। তাহলেই একেবারে তৈরি অ্যালোভেরা ফেসপ্যাক।
এরপর ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুঁয়ে নিন।

এই ভ্যাপসা গরমেও বাড়বে ত্বকের জেল্লা, অবশ্যই ব্যবহার করুন অ্যালোভেরার এই ফেসপ্যাক

সপ্তাহে ২-৩ দিন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার প্যাক ত্বকের অকাল বলিরেখার সমস্যার সমাধান করেন। তবে, যাদের খুবই সেনসিটিভ স্কিন তারা এই প্যাকটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।