
আজকালকার যুগের মেয়েরা তাদের স্কিন নিয়ে অনেক বেশি সচেতন। তবে, অনেকেই হাজার হাজার টাকা খরচ করে ত্বকের যত্ন নেন। কিন্তু আপনি কি জানেন বাড়ি বসে মাত্র সহজ কয়েকটি পদ্ধতিতে আপনি ত্বকের যত্ন নিতে পারেন। কোমল ও জেল্লাদার মাখনের মতো স্কিন সকলেই চায়। কিন্তু তারজন্য কয়েকটি স্কিনকেয়ার রুটিন মেনে চলতে হয়। চলুন তবে জেনে নেওয়া যাক সেগুলি কি কি।
১.টক দই ও শসার মাস্ক
আমরা সকলেই জানি যে, টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। যেটি কিনা ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় রাখে। আর অন্যদিকে শসা ত্বকের জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আর তাই শসা পেস্টের সঙ্গে পরিমান মতো টকদই মিশিয়ে নিন। তারপর মুখে মেখে রাখুন। এরপর ১০ মিনিট হয়ে গেলে তুলে ফেলুন।
২.অ্যালোভেরা জেল
অ্যালোভেরা স্কিনের জন্য কতটা জরুরি তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। এতে ভিটামিন এ, সি, ভিটামিন-ই সহ বিভিন্ন অ্যাসিড রয়েছে। এক গবেষণায় দেখা গিয়েছে যে, অ্যালোভেরা ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে তরতাজা ও মসৃন রাখে। আর তাইতো অ্যালোভেরা শুধুশুধু হোক বা প্যাক দুই হিসেবেই লাগাতে পারেন।
৩.অ্যাভোকাডো মাস্ক
অ্যাভোকাডো স্কিনের জন্য খুবই উপকারী। এটি আপনি ফেসমাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তাতে আপনার ত্বক কোমল ও নরম থাকবে।
৪.কাঁচা দুধ
ইজিপ্টের রানি ক্লিওপেট্রাও দুধে স্নান করতেন। তার জেল্লাদার ও কোমল ত্বকের রহস্যই ছিল কাঁচাদুধ। দুধে থাকে ল্যাকট্রিক অ্যাসিড। এটি মুখের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। আর তাই ১৫-২০ মিনিট দুধ জলে ত্বক ভিজিয়ে রাখুন।