×
Lifestyle

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ

দুধ দিয়ে ত্বকের পরিচর্যা করেছেন কোনোদিন? নিত্যদিন বিভিন্ন দামী কসমেটিকস তো ব্যবহার করে থাকেন অনেকেই। তবে ঘরোয়া পদ্ধতিতে আপনি অনায়েসেই নিজের ত্বকের দুর্দান্ত খেয়াল রাখতে পারবেন। আজ এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে কাঁচা দুধের ব্যবহারে প্রাকৃতিকভাবেই ত্বকের যত্ন নিতে পারেন।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -

কাঁচা দুধ দিয়ে আপনাকে তৈরি করতে হবে ক্লিনজার, স্ক্রাবার ও ফেসপ্যাক।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -

ক্লিনজার : কাঁচা দুধের মধ্যে মিশিয়ে নিন দুই চিমটে হলুদ গুঁড়ো। এবার এটি মুখে এবং গলায় ভাল করে মেখে নিন। খুব ভালো করে ক্লিন করবেন এটা দিয়ে কারণ সারাদিনের নোংরা কিংবা ধুলো বালি পরিষ্কার করা যাবে। সবশেষে জল দিয়ে ধুয়ে নিন দেখবেন কতটা ফ্রেশ লাগবে আপনাকে।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -

স্ক্রাবার : পাত্রে নিয়ে নিন কিছু পরিমান কাঁচা দুধ। তার মধ্যেই এক চামচ আটা দিয়ে একটা ঘন মিশ্রণ বানান। এবার তাঁদের মধ্যে অল্প চিনি মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। ভালো করে মুখে মেখে রেখে তারপরে ধুয়ে ফেলুন। দেখবেন কেমন মৃত কোষ, ব্ল্যাকহেড, হোয়াইটহেড দূর হয়ে যাবে।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -

ফেসপ্যাক: সবশেষে যদি ত্বকে একটা ভালো ফেসপ্যাক না দিতে পারেন তাহলে এই ত্বক চর্চা শেষ হবে না। ফেসপ্যাক বানানোর জন্য অর্ধেক পাকা কলার সঙ্গে কাঁচা দুধের একটা মিশ্রণ বানিয়ে নিন। এবার এটি মুখে ভালো করে লাগিয়ে ১০- ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে অবশ্যই দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -

বেসন কিংবা মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন, বায়োটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ল্যাকটিক অ্যাসিড। যে কারণে পৃথিবী জুড়ে এই দুধ দিয়েই মানুষ ত্বকের খেয়াল রাখেন।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা! এইভাবে ব্যবহার করুন কাঁচা দুধ -