×
Lifestyle

পাকা চুল নিমেষেই হবে কালো! এইভাবে ব্যবহার করুন পেঁয়াজের খোসা, ফল পাবেন হাতেনাতে

প্রথমবার কোনো মানুষকে দেখলে তার মধ্যে কোন জিনিষটি আপনার নজর কারে? নিশ্চয়ই বলবেন মুখ কিংবা চোখ। তবে না যদি কোনো মানুষের চুল হয় সুন্দর ও উজ্জ্বল তবেই প্রথমবারে কারোর মনে ছাপ ফেলতে পাড়ে সে। তবে আপনার চুল তো পেঁকে যাচ্ছে অকালে সাথেই জেল্লা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কি করবেন এবার? পেঁয়াজের রস তো বহুবার ব্যবহার করেছেন কিন্তু জানেন কি পেঁয়াজের খোসা ব্যবহার করে আপনি চুলের এই ধরণের সমস্যা দূর করতে পারবেন।

পাকা চুল নিমেষেই হবে কালো! এইভাবে ব্যবহার করুন পেঁয়াজের খোসা, ফল পাবেন হাতেনাতে -

শুনতে অবাক লাগলেও পেঁয়াজের খোসার মধ্যে থাকে অনেক গুনাগুন। কিভাবে ব্যবহার করবেন এই পেঁয়াজের খোসা জেনে নেওয়া যাক –

১) পাকা চুলের জন্য –

২-৩ টি মাঝারি মাপের পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি তাওয়ায় এই পেঁয়াজের খোসা নিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। রং পরিবর্তন হলে আঁচ বন্ধ করে খোসা গুলি গুঁড়ো করে নিন। সেই গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল ও হেয়ার অয়েল মিশিয়ে দিন। সেই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেলুন।

পাকা চুল নিমেষেই হবে কালো! এইভাবে ব্যবহার করুন পেঁয়াজের খোসা, ফল পাবেন হাতেনাতে -

২) চুলে টোনার ব্যবহার করুন –

একটি পাত্রে পরিমাণ মতো জল নিন। তাতে পেঁয়াজের খোসা মিশিয়ে জল ফুটাতে থাকুন। ধীরে ধীরে জলের রং বদলে যাবে। তখন সেই পাত্রটি নামিয়ে নিন। আঁচ বন্ধ করে ঠান্ডা করুন। কাঁচের শিশিতে ঢেলে রাখুন তবে স্নানের পরেই এই সিরাম ব্যবহার করবেন। শ্যাম্পু করে চুল শুকিয়ে গেলে তারপরে এই হেয়ার টোনার ব্যবহার করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে চুল আবার ধুয়ে নিন।

পেঁয়াজের খোসায় প্রচুর পরিমানে থাকে সালফার যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। কোনোরকম বাজার চলতি কেমিক্যাল মেশানো রং নয় বরং এই প্রাকৃতিক উপয়ে আপনার চুলের জেল্লা ফিরিয়ে নিয়ে আনুন।

পাকা চুল নিমেষেই হবে কালো! এইভাবে ব্যবহার করুন পেঁয়াজের খোসা, ফল পাবেন হাতেনাতে -

বিশেষ মন্তব্য : উপরের উল্লিখিত কোনো উপাদানে যদি আপনার এলার্জি থাকে তাহলে অবশ্যই তা ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। তার পরিবর্তে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।