Lifestyle

রূপচর্চায় ম্যাজিকের মতো কাজ করবে পেঁয়াজ! রাতারাতি ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয়, শিখে নিন ব্যবহারের পদ্ধতি

রূপচর্চায় ম্যাজিকের মতো কাজ করবে পেঁয়াজ! কথাটি শুনে খানিকটা অবাক হলেন নিশ্চই? চুলের যত্নে পেঁয়াজের গুণাগুণের কথা আশাকরি নতুন করে বলার নেই। চুল পড়া বলুন বা চুলের যেকোনো সমস্যায় পেঁয়াজের অবদান অপরিসীম। কিন্তু জানেন কি রূপচর্চার ক্ষেত্রেও পেঁয়াজের অবদান অনেক। এখনকার বেশিরভাগ মানুষই রূপচর্চার জন্য পার্লারে যেতে পছন্দ করেন।

কিন্তু তারপরেও যেন লাভের লাভ কিছুই হয় না। ত্বকের মলিন ভাব যেন থেকেই যায়। আর এই অবস্থায় কি করবেন বলুন তো? বেশি ভাবনা চিন্তা না করে পেঁয়াজকে নিজের সঙ্গী বানিয়ে নিন। চলুন তবে দেখে নেওয়া যাক পেঁয়াজ স্কিনের কি কি সমস্যা দূর করতে পারে।

১.বলিরেখা তুলতে পেঁয়াজের ভুমিকা : অনেকেই আছেন যাদের অল্প বয়সে ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। তারা সপ্তাহে ২-৩ দিন রাতে ঘুমানোর আগে পেঁয়াজের রস মুখে লাগিয়ে নিন। তাহলে দেখবেন বলিরেখা অনেকটাই কমে গেছে।

২.রোদে পুড়ে যাওয়া ত্বককে বাঁচাতে পেঁয়াজের ভূমিকা : রোদে পুড়ে যাওয়া ত্বকের জেল্লা হারিয়ে যায় নিমেষেই। আর তা আমরা সকলেই জানি। কিন্তু আপনি যদি পেঁয়াজের রসের সঙ্গে পাতিলেবুর রস ও অল্প মধু মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন তাহলেই নিমেষেই আপনার মুখের জেল্লা ফিরে আসবে। সপ্তাহে দুদিন এটি ব্যবহার করতে হবে।

৩.ব্রণ দূর করতে পেঁয়াজের ভূমিকা : অনেকের মুখেই ব্রনর খুব সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে পেঁয়াজের রসের মধ্যে ২ চামচ টকদই ও সামান্য মধু মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। তারপর সেটিকে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুঁয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে দুদিন এটি ব্যবহার করুন।

৪.হাতের চামড়া শুকিয়ে যাওয়ায় পেঁয়াজের ভূমিকা : অনেকই আছেন যারা কিনা চামড়া শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে পেঁয়াজের রস কিছুক্ষন হাতের তালুতে লাগিয়ে রাখতে হবে। এরপর ধুঁয়ে নিন। সপ্তাহে তিনদিন এটি ব্যবহার করলে নিমেষেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

তবে, অনেকেই আছেন যারা পেঁয়াজের রসের তীব্র গন্ধ সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে পেঁয়াজের রসের সঙ্গে টকদই, নারকেল তেল, লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে ত্বকের জেল্লায় পেঁয়াজ কাজ করবে।