
কথায় বলে মেয়েদের সৌন্দর্য তাদের চুলে। একঢাল লম্বা, ঘন, কালো চুল সবাই চায়। তা পাওয়ার জন্য অনেকে আবার অনেক রকম পদ্ধতি ব্যবহার করেন। জানেন কি, শুধুমাত্র জবা ফুল দিয়ে আপনি এটা পেয়ে যাবেন? সঠিকভাবে ব্যবহার করতে পারলে জবা ফুল চুলের জন্য খুবই উপকারী।
বেশ কয়েকটি জবা ফুল বেটে নিন। এই জবাফুলের পেস্ট পরিমাণ মত নারকেলের তেলের সঙ্গে ফুটিয়ে নিলেই একটা দারুণ তেল তৈরি হ্নে। এটা যদি নিয়মিত চুলের গোড়ায় লাগাতে পারেন তাহলে আপনার চুলের জৌলুস বেড়ে যাবে।
জবা ফুল বেটে নিন। তার সঙ্গে টক দই এবং একটি ডিম মিশিয়ে নিন। পরিমান মত নারকেল তেল, পাতিলেবুর রস এর সঙ্গে মিশিয়ে নিলেই আপনার জবার হেয়ার প্যাক তৈরি। এই হেয়ার প্যাক চুলে মেখে অন্তত দু’ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
সাধারণ শ্যাম্পু ব্যবহার না করে জবা ফুল দিয়ে শ্যাম্পু বানিয়ে নিন। ১০০গ্রাম রিঠা, ১০০ গ্রাম আমলকিগুঁড়ো , ১০০ গ্রাম শিকাকাই ধুয়ে নিন। দু লিটার জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এই জল গরম করে রিঠা, আমলা, শিকাকাইকে হাত দিয়ে মেখে কচলে নিন। রিঠার বীজ বার করে নিন। এর সঙ্গে অ্যালোভেরা জেল এবং জবা ফুলের পেস্ট ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনি জবা ফুলের শ্যাম্পু বানিয়ে নিতে পারবেন।
এই লেখা শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। কোন জিনিসে এলার্জি থাকলে তা এড়িয়ে চলুন। বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।