কয়েক ফোঁটা নারকেল তেলেই হবে বাজিমাত! মিটবে চুলের সমস্ত সমস্যা, ব্যবহার করুন এইভাবে

চুল নিয়ে প্রতিদিন নিত্যনতুন সমস্যায় ভোগে মানুষজন। ডগা ফাটা থেকে শুরু করে খুশকি সহ চুল পড়ে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা যায় চুলে। তবে, জানেন কি এই সমস্যা থেকে নিমেষে উদ্ধার পাওয়া যায়। আর সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে নারকেল তেলের (Coconut Oil) কয়েকটি মাস্ক। আসলে চুলের অধিকাংশ সমস্যাই নারকেল তেল দূর করে দেয়। আর তারসঙ্গে যদি কয়েকটি জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে একেবারে কেল্লাফতে।
আসলে নারকেল তেলের মধ্যে থাকে লরিক অ্যাসিড। যা চুলের জন্য খুবই উপকারী। চলুন তবে জেনে নেওয়া যাক নারকেল তেলের ঘরোয়া ৫ টি মাস্ক।
১.নারকেল তেল ও ডিম
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। এরপর ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন।
২.নারকেল তেল ও পাতিলেবু
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এরপর চুলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ধুঁয়ে নিন। লেবুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। আর কোলাজেন চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এমনকি চুলের স্ক্যাল্প রাখে পরিষ্কার।
৩.নারকেল তেল ও মধু
একটি সসপ্যানে ২ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু দিয়ে গরম করুন। এরপর মিশ্রণটি মসৃন হয়ে যাওয়ার আগেই নামিয়ে নিন। তারপর চুল হালকা ভিজিয়ে মিশ্রণটি একটু ঠান্ডা হলে চুলে লাগিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
৪.নারকেল তেল ও দারুচিনি
১ টেবিল চামচ নারকেল তেল ও ১ চা চামচ দারুচিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। এরপর ৩০ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে ধুঁয়ে নিন।
৫.নারকেল তেল ও আপেল সাইডার ভিনেগার
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর ভেজা চুলে মাস্কটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
তাহলে আর চিন্তা কিসের আপনার পছন্দমতো যেকোন মাস্ক ব্যবহার করুন। আর চুলের সমস্যা থেকে নিমেষেই পান মুক্তি।