
অ্যালোভেরা আমাদের ত্বকের ও শরীরের জন্য খুবই উপদেয়। যেমন আপনি প্রতিদিন ত্বকে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারবেন ঠিক তেমনই আবার গাছের মধ্যেও আপনি তিনটি বিশেষ পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন এই অ্যালোভেরা। নতুন চারা গাছের বৃদ্ধি, গাছের পাতায় পোকার আক্রমণ থেকে বাঁচতে ও রুটিং হরমোন হিসাবে ব্যবহার করবেন কিভাবে এই প্রতিবেদনে দেখানো হলো।
১) চারা গাছের বৃদ্ধি হিসাবে অ্যালোভেরার ব্যবহার –
কয়েকটি ফ্রেশ অ্যালোভেরা পাতা নিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এবার তার মধ্যে জল নিয়ে পুরো ২৪ ঘন্টা ভিজিয়ে রাখুন। এর ফলে অ্যালোভেরার মধ্যে থাকা জেল ও তার সব গুনাগুন জলের মধ্যে মিশে যাবে। তারপরে একটি পাত্রে সেই জল ছেঁকে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন। সপ্তাহে এমন একবার করলে নতুন রোপন চারা গাছ কার্যত খুব সুন্দর বেড়ে উঠবে।
২) গাছের পাতাকে পোকার আক্রমণ থেকে বাঁচতে কিভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন –
একটি পাত্রে ছোট ছোট করে ফ্রেশ অ্যালোভেরা পাতা টুকরো টুকরো করে কেটে নিন। এবার তার মধ্যে সম পরিমান নিম পাতা নিয়ে নিন। দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরী করে নিন। এবার সেই পেস্টের মধ্যে জল মেশান। দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে নিয়ে বিকালের দিকে গাছের উপরে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে।
৩) রুটিং হরমোন হিসাবে অ্যালোভেরার ব্যবহার –
গাছের ছোট ডাল থেকে অনেকেই গাছ তৈরী করতে চান। সেই ছোট ডাল মাটিতে রোপন করার আগে অ্যালোভেরা জেল খুব ভালো করে লাগিয়ে নিন। তারপরে ছোট কোনো গ্লাস কিংবা টবের মধ্যে বসিয়ে দিন। দেখবেন আপন ইচ্ছায় কি সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে।