Lifestyle
Skin Care : কমবে বয়সের ছাপ ও বাড়বে ত্বকের জেল্লা! এইভাবে ব্যবহার করুন তুলসী পাতা

বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয়। আর তারমধ্যে প্রধান একটি সমস্যা হল বয়সের ছাপ। তবে, এই বয়সের ছাপকে বলুন বা অন্য যেকোনো ত্বকের সমস্যাকে নিমেষে সমাধান করে দিতে পারে তুলসী পাতা। কিন্তু কিভাবে তুলসী পাতা ব্যবহার করবেন সেটাই এবার জেনে নেওয়া যাক।
- টোনার : তুলসী পাতাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর টোনার হিসেবে ব্যবহার করুন।
- প্যাক : তুলসী পাতা, নিমপাতা, মুলতানি মাটি, চন্দন, লবঙ্গ, সামান্য কপূর মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর ২০ থেকে ২৫ মিনিট রাখার পর ধুঁয়ে ফেলুন।
- ব্রণ : যাদের মুখে ব্রণ খুব বেশি হয় তারা ফুটন্ত জলে প্রতিদিন ৪-৫ টি তুলসী পাতা ফেলে সেই ভাপটা মুখে নিন। এভাবে ১০ মিনিট নেওয়ার পর ঠান্ডা জলে মুখ ধুঁয়ে ফেলুন।
- স্বাভাবিক ত্বক : কাঁচা হলুদের পেস্টের সঙ্গে তুলসী পাতার রস ও বেসন মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর সেটিকে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুঁয়ে ফেলুন।
- তৈলাক্ত ত্বক : তুলসী পাতার রসের সঙ্গে ঝিঙের রস মিশিয়ে মুখে লাগান। এরপর শুকিয়ে গেলে জলের ঝাপটা দিয়ে মুখ ধুঁয়ে নিন। এতে দেখবেন মুখের তেলতেলে ভাব একেবারে দূর হয়ে গেছে। ত্বক হয়ে উঠবে ঝকঝকে।
- মিশ্র ত্বক : ১ চামচ কাঁচা হলুদ, ২ চামচ তুলসী পাতা, ২ চামচ পুদিনা পাতাকে একসঙ্গে পেস্ট করে নিন। তারপর এরমধ্যে জবের গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর ধুঁয়ে নিন।
- ত্বকের কালো দাগ দূর করুন : তুলসী পাতা ও বেসনকে একসঙ্গে পেস্ট করে একটি ফেসপ্যাক বানিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে ধুঁয়ে ফেলুন।
- হাত ও পায়ের কালো দাগ দূর করুন : তুলসী পাতার রসের সঙ্গে দুধ, ময়দা, কাঁচা হলুদবাটা, জাফরান মিশিয়ে হাত ও পায়ে লাগিয়ে নিন। তারপর শুকিয়ে গেলে ঘষে ধুঁয়ে ফেলুন।
- বলিরেখা দূর করুন : অনেকক্ষেত্রে দেখা যায় যে, বয়সের সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। এই সময় তুলসী পাতার রসের সঙ্গে ডাবের রস মিশিয়ে মুখে ও গায়ে নিয়মিত লাগালে চামড়া টানটান থাকবে।
- ত্বকের রুক্ষতা দূর করুন : বহু মানুষের ত্বক রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে তিলের তেলে তুলসী পাতাকে ভালো করে ফুটিয়ে নিন যতক্ষন না তেলটা কালো হয়ে যাচ্ছে। এরপর ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন। তারপর শীতকালে ব্যবহার করুন।
এছাড়াও জ্বর, ঠান্ডা, সর্দি-কাশি, মাথাব্যথা, বমিভাব সবকিছু নিরাময়ে সাহায্য করে তুলসী পাতা।