
ক্র্যাসুলা বা জেট প্লান্টের নাম শুনলেই কার্যত সবার মাথায় আসে টাকার কথা। মনে করাও হয় যে এই গাছ বাড়িতে রাখলেই দুর্দান্ত অর্থনৈতিক পরিবেশ তৈরী হয়। ক্র্যাসুলা গাছে মা লক্ষী বাস করেন এমনটা মনে করা হয়। তাঁর সাথেই ঘরে সর্বদা ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। বাস্তুশাস্ত্রে এই গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বাস্তুশাস্ত্রে ক্র্যাসুলা গাছ বাড়িতে লাগানোর বেশ কয়েকটি নিয়ম আছে। যা মেনে চললে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে তাই আপনি দেখে নিন কিভাবে রাখবেন এই গাছ –
১) ঘরে প্রবেশ দ্বারের ডানদিকে এই ক্র্যাসুলা গাছ রাখবেন ফলে আহবসময় সুখ শান্তি বিরাজ করবে।
২) আপনার কর্মক্ষেত্র অর্থাৎ অফিস কিংবা ব্যবসার দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ক্র্যাসুলা গাছ রাখতে পারবেন। এর ফলে অফিস কিংবা ব্যবসায় অভুতপূর্ণ উন্নতি হবে।
৩) বাড়ির বারান্দায় কিংবা ঘরের ভিতরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখতে হবে এই গাছ। এর ফলে অর্থ প্রাপ্তি হবার সম্ভবনা বেড়ে যায়।
৪) বাড়ি, অফিস কিংবা যে কোনো স্থানের দক্ষিণ দিকে এই গাছটি কোনো মতেই রাখবেন না। এর ফলে কিন্তু সংসারে নেতিবাচক শক্তি প্রবাহিত হবে।
মানুষ বিশেষে এই গাছের প্রভাব ভিন্ন হতে পারে। তাই আপনি এর থেকে বেশি জানতে হলে কোনো বাস্তু বিদের সাথে যোগাযোগ করতে পারেন।