
খাবারে নুন যদি না যোগ করা হয় কোনো স্বাদ পাওয়া যায় না। তাই নুন আমাদের জীবনে প্রতিদিনের সাথে জুড়ে আছে। তবে জানেন কি শুধু খাবার নয় আমাদের বাস্তু মতেও নুনের বিশেষ ব্যবহার রয়েছে। যেখানে আপনার আশপাশের নেতিবাচক অশুভ শক্তিকেও দূর করে। বাস্তুশাস্ত্র অনুসারে লবণের মাধ্যমে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এটি বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। কিভাবে এই নুন ব্যবহার করবেন আপনার জীবন ও বাস্তুতে সেই টিপস গুলি দেখে নিন –
১) নুন সবসময় কাঁচের পাত্রে রাখবেন। কোনও ধাতব পাত্রে রাখবেন না। এর ফলে দারুণ অর্থনৈতিক উন্নতি হবে আপনার জীবনে।
২) বাড়িতে মাঝে মাঝে যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে তার বিছানার পাশে কাচের বোতলে লবণ রাখা উচিত। এর ফলে সে অনেকটাই সুস্থ থাকবে।
৩) ঘর মুছবেন যখন সপ্তাহে দুদিন সেই জলে এক চিমটে নুন ফেলে নিন। এভাবে ধনসম্পদ লাভের সম্ভবনা থাকে আর কর্মক্ষেত্রে উন্নতি হয়।
৪) বাড়িতে পারিবারিক ঝামেলা ও বিবাদ দূর করতে ঘর ধোয়ার জন্য ব্যবহৃত জলে এক চিমটে কালো লবণ দিয়ে দিন। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।
৫) বাথরুমে একটি কাচের বাটিতে সামুদ্রিক লবণ রাখতে পারেন। এর ফলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে হবে ও সবসময় ইতিবাচক শক্তি প্রবাহ হবে।
৬) মানসিক অশান্তি থেকে দূরে থাকতে স্নানের সময় এক চিমটে নুন সেই জলে ফেলে দিন। দেখবেন সবসময় নিজের মধ্যে পজিটিভ শক্তি প্রবাহিত হবে।
৭) শিশুদের অ্যালার্জিজনিত রোগ দূর করতে ও দৃষ্টি প্রতিবন্ধকতা থেকে রক্ষা করার জন্য সপ্তাহে একবার জলে এক চিমটে লবণ দিয়ে শিশুকে স্নান করান।
৮) কাচের পাত্রে দু’চামচ লবণ ও চার-পাঁচটি লবঙ্গ ফেলে ঘরের এক কোণায় রাখুন। এমন জায়গা বেছে নিন, যা কারও চোখে পড়বে না। এর ফলে আপনার আর্থিকভাবে স্বচ্ছলতা আসবে সাথেই জীবন হয়ে উঠবে খুবই সুন্দর।
বিঃদ্রঃ – এই প্রতিবেদনটি কিছু তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। ব্যক্তি বিশেষে এগুলি আলাদা হতে পারে।