Lifestyle

Bengali Totka : রাতারাতি খুলবে কপাল ও অর্থ-সন্মান আসবে হাতের মুঠোয়! মেনে চলুন পান পাতার এই ৫ টোটকা

ব্যবসা ভালো করতে কেই না চায় বলুন তো দেখি? সকলেই চায় নিজের ব্যবসা ভালো করে সাফল্যের জোয়ারে ভাসতে। আর সেক্ষেত্রে কিভাবে কি করবেন সেই নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। কিন্তু জানেন কি এক্ষেত্রে আপনাকে একটি পান পাতা খুব সাহায্য করতে পারে। জীবনের আর্থিক হোক বা ব্যক্তিগত দিক উভয় ক্ষেত্রেই নাকি পানপাতা ব্যাপক কার্যকারী।

আর একথা জানিয়েছেন দিল্লির আচার্য পন্ডিত অলোক পান্ড। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পানের কিছু প্রতিকার আছে। আর সেগুলি করলে পরিবারের সুখ-শান্তি ফিরে আসে। এমনকি সবদিক থেকে আপনি সাফল্য পাবেন। চলুন দেখে নেওয়া যাক পান পাতা কীভাবে কাজ করে-

  1. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পান পাতায় প্রবল ইতিবাচক শক্তি থাকে। যা নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। এমনকি অশুভ শক্তির ত্রুটি দূর করে।
  2. জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হনুমানজিকে পান অর্পণ করা হলে তিনি ভক্তদের সব বাঁধা-বিপত্তি কাটিয়ে দেন। আর তাই প্রতি মঙ্গলবার ও শনিবার স্নান করে হনুমানজিকে পান প্রদান করুন।
  3. ভগবান শিবকে পান নিবেদন করলে তিনি নাকি প্রসন্ন হন। আর দেবতা প্রসন্ন হলেই তিনি ভক্তদের মনের ইচ্ছে পূর্ণ করেন।
  4. ব্যবসা বাড়াতে চাইলে আপনি শনিবার ৫ টি তেঁতুল পাতা, ৮ টি গোটা পান নিয়ে সূতোয় বেঁধে দোকান বা প্রতিষ্ঠানের পূর্বদিকে বেঁধে দিন। এটা টানা ৫ শনিবার করতে হবে। তারপর পাতা গুলিকে নদী বা কূপের জলে নিবেদন করে দিন। তাহলে দেখবেন আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে।
  5. কোনো শিশু বা ব্যাক্তির উপর খারাপ নজর থাকলে পান দিয়ে সেই খারাপ নজর দূর করা যায়। একটি পানে সাতটি গোলাপের পাপড়ি রেখে নজরে আক্রান্ত ব্যক্তিকে খাওয়ালেই অশুভ দৃষ্টি দূর হবে।

তাহলে আর চিন্তা কিসের পান দিয়ে সমস্ত সমস্যার সমাধান করুন নিমেষেই।