Lifestyle

Supari Totka : রাতারাতি হবেন কাঙাল থেকে মালামাল! সৌভাগ্য ফেরাবে সুপারির এই ৪ অব্যর্থ টোটকা

অফুরন্ত খাটনি করেই চলেছেন, তবুও টাকার মুখ দেখছেন না, আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে যাচ্ছে দ্বিগুণ। সঞ্চয় করতেই পারছেন না। যতই ভাবেন এই মাসের এত পরিমাণ টাকা সঞ্চয় করবেন তাও আর্থিক সমস্যায় জর্জরিত তাই তো? মাস গেলেই ঋণের বোঝায় ডুবে যান, নিজের জন্যে আর কিছু করা হয়ে ওঠেনা তাই তো? চিন্তা করবেন না, আপনার মানিব্যাগ সবসময় ভর্তি রাখতে সুপারির কয়েকটি টোটকা মেনে চলুন। হ্যাঁ, আজ জানাবো সুপারি দিয়ে কয়েকটি টোটকার কথা। বাস্তুশাস্ত্রে সুপারিকে গৌরী এবং গণেশের রূপে পূজা করা হয়।

এমনকী যেকোনো পুজোতেও সুপারির ব্যবহার অপরিসীম। তাই জ্যোতিষশাস্ত্রেও সুপারির গুনাগুন মারাত্মক। তাই আজ আমরা সুপারির কয়েকটি টোটকার কথা আপনাদের জানাবো, যাতে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থা ও দিকের অশুভ প্রভাব কমতে পারে। বিয়েতে বাঁধা বা কর্মে অগ্রগতি না হলেও তা সুরাহা করবে। চলুন এবার জানিয়ে দেওয়া যাক, এই টোটকাগুলি কী কী?

  1. যদি আপনি আর্থিক কষ্টে ভোগেন তাহলে সুপারি দিয়ে গণেশ দেবতাকে পুজো করুন। তারপর সেই সুপারি কোনো লাল বা হলুদ কাপড়ে বেঁধে নিজের মানিব্যাগে রেখে দিন, তাহলে সমস্যার সমাধান হবে ও অর্থের আগমন হবে।
  2. এছাড়াও আপনি যদি কোনো জরুরি কাজে যান, আর যদি চান কাজটা সফল হোক তাহলে লাল কাপড়ে মুড়ে একটি সুপারি এবং দুটি লবঙ্গ গণেশ দেবতার সামনে রেখে দিন। তারপর বেরোনোর সময় নিজের সঙ্গে নিয়ে যান।
  3. কেউ যদি দীর্ঘদিন ধরে কাজ নিয়ে চিন্তিত থাকেন। কাজে কোনও সাফল্য না পান তাহলে প্রতি বুধবার একটি পান পাতার মধ্যে ঘি ও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। তারপর একটি সুপারি নিয়ে তা লাল কাপড়ে মুড়িয়ে কোনো মন্দিরে রাখুন ও তা পুজো করুন। সব সমস্যা কেটে যেতে বাধ্য।
  4. ব্যবসায় ক্রমাগত ক্ষতি হতে থাকলে প্রতি শনিবার রাতে এক টাকার মুদ্রা ও সুপারি অর্পণ করুন। আর পরের দিন সেটিকে নিজের সঙ্গে রেখে দিন তবে অবশ্যই নিরাপদে। তাহলে সমস্যার সমাধান হবে।