Lifestyle

Tulsi Money Totka : রাতারাতি হবেন কাঙাল থেকে মালামাল! নিয়ম মেনে তুলসী গাছে বাঁধুন এই শুভ জিনিস

Tulsi Money Totka : হিন্দু ধর্মে তুলসী গাছকে (Tulsi Plant) অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস। আর তাই অধিকাংশ বাড়িতেই দেখা যায় এই গাছ। নিয়ম করে অনেকেই নিত্যদিন জল দেন এই গাছে। হিন্দু শাস্ত্র মতে, তুলসী গাছের মধ্যে কেবলমাত্র একটি শুভ জিনিস বেঁধে দিলেই ভরে যাবে অর্থভাণ্ডার। সংসারে ফিরে আসবে সুখ।

  • জ্যোতিষ শাস্ত্র মতে, নিত্যদিন নিয়ম করে তুলসী গাছের (Tulsi Plant) পুজো করলে কোনো ব্যক্তির কুন্ডলীর গ্রহ দোষ দূর হয়। এছাড়াও পরিবারে সুখ শান্তি বজায় রাখতে বিশেষ গুরুত্ব রাখে তুলসী গাছ।
  • প্রচলিত কাহিনী অনুযায়ী, বাড়িতে তুলসী গাছ লাগিয়ে নিয়ম করে পুজো করলেই দূর হয়ে যায় সমস্ত নেতিবাচক শক্তি।
  • হিন্দু ধর্মে তুলসী গাছে লাল রঙের সুতো বাধার গুরুত্ব রয়েছে। আসলে লাল রং-কে শুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে দূর হয় আর্থিক সমস্যা। আশীর্বাদ পাওয়া যায় ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর।
  • প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে তুলসী গাছে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ।

যেভাবে পুজো করবেন তুলসী গাছের : সকালে স্নান করেই একটি পাত্রে জল নিয়ে তুলসী গাছে অর্পণ করা যেতে পারে। এরপর লাল সিঁদুর এবং হলুদ লাগাতে হবে ও অন্তত তিনবার প্রদক্ষিণ করতে হবে গাছ। প্রদক্ষিণ করার সময় ফুল নিবেদন করা যেতে পারে। এরপর জ্বালাতে হবে ঘি এর প্রদীপ এতেই বাড়িতে বজায় থাকবে সুখ-শান্তি।