Lifestyle
নুনের গুণেই খুলবে ভাগ্যের তালা! রাতারাতি হবেন কাঙাল থেকে মালামাল, মেনে চলুন এই ৫টি সহজ টোটকা

অর্থকষ্ট থেকে মুক্তি পেতে চান সকল মানুষ। তবে বেশিরভাগ মানুষই এই সমস্যা থেকে নিজেকে বের করতে পারেন না। আসলে বাস্তু দোষ কিংবা নেতিবাচক শক্তি প্রতিটা মানুষের জীবনে খুবই ভয়ঙ্কর। তা যদি সঠিক সমাধান না করা যায় খুবই সমস্যায় পরতে হয়।
আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে নুন। নুন শুনে চমকে উঠলেন নিশ্চয়ই! আজ্ঞে হ্যাঁ, এই নুন শুধু রান্নায় নয় বাঁচাবে আপনাকে অর্থ কষ্ট ও বিভিন্ন দিক থেকে। কিন্তু তার জন্য অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। নিচে সেই টিপস গুলো দেখে নিন –
- আমরা সবাই কু-নজর সম্পর্কে অবগত আছি। নিজের চোখে না দেখলেও বিশ্বাস করি এমন কোনো প্রভাব আমাদের উপরে পরে। যার কারণে মানসিক দুশ্চিন্তা, ক্ষুধামন্দার, অর্থ সংকটের মতো সমস্যা শুরু হয়। এর থেকে বাঁচতে এক মুঠো নুন নিয়ে মাথা থেকে সাতবার ঘুরিয়ে জলে ভাসিয়ে দিন। এই প্রতিকার করলে কু-দৃষ্টির কালো ছায়া কেটে যাবে ও জীবন হবে সুন্দর।
- সারা বছর আপনার সন্তানের কোনো না কোনো অসুস্থতা চলতেই থাকে। তার থেকে প্রতিকার পেতে মাথায় কাঁচের পাত্রে নুন রাখুন। এমনটা করলে স্বাস্থ্যের উন্নতি হবে। তবে নুনটি নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করতে ভুলবেন না।
- ঘরে ঝগড়া অশান্তি হলে তা দূর করতে কাঁচের বাটিতে বা কাঁচে রক সল্ট রাখুন। তারপর সেটি বেডরুমে রেখে দিন। নুন নেতিবাচক শক্তিকে ঘর থেকে দূর করবে এবং বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখবে।
- বাড়িতে ভগবানের আশীর্বাদ আনতে এবং সুখ সমৃদ্ধি বজায় রাখতে কাঁচের পাত্রে কিছুটা নুন নিয়ে তাতে চার-পাঁচটি লবঙ্গ রাখুন। এবার ঘরের যে কোন কোণে রাখুন। এতে ঘরে দেবদেবীদের আশীর্বাদ থাকবে ও ইতিবাচক শক্তি ঘোরাফেরা করবে।
- ঘরে সবথেকে বেশি নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায়। তার জন্য সপ্তাহে ২ বার নুন জল দিয়ে বাড়ি মুছুন। এর ফলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে।