Lifestyle

Malmas Totka : সমস্যায় ভরা জীবন! সৌভাগ্য ফেরাতে এইভাবে করুন লক্ষ্মী নারায়ণের পুজো

অধিক মাসকে অশুভ হিসেবে ধরা হয় হিন্দু শাস্ত্র মতে। অনেকেই এই মাসকে বলে থাকেন মলমাস। ধর্মীয় তথ্য অনুসারে, যখনই আধিকামাসের প্রথম দেবতার কথা আসে তখন কোন দেবতাই এগিয়ে আসতে চাননি। এরপর ভগবান বিষ্ণু মলমাসের অধিপতি দেবতা হন। আর সে কারণেই এই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস।

টানা ৩০ দিন থাকবে মলমাস। এই সময় করা যাবে না বেশ কিছু কাজ। তবে যদি নিয়ম মেনে এই মাসে কাজ করা যায় তবে পাওয়া যাবে বিষ্ণুর আশীর্বাদ। এমনকি লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভরে উঠবে অর্থভাণ্ডার। হিন্দু শাস্ত্র মতে, মলমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হয় এই মাস। আগামী 16 আগস্ট, শেষ হয়ে যাবে পুরুষোত্তম মাস। তবে কেবলমাত্র মলমাসই নয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে শ্রাবণ মাসও।

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ এবং আদিম মাসের শুক্লপক্ষ একত্রে বিরাজ করছে বর্তমানে। আর সে কারণেই এবার শ্রাবণ পালিত হবে ২ মাস ধরে। অর্থাৎ ভক্তরা একইসঙ্গে পেয়ে যাবেন শিব এবং বিষ্ণুর আশীর্বাদ। তবে বিষ্ণুর আশীর্বাদ পেতে গেলে অবশ্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। মলমাসে করতে হবে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ।

তুলসীর মালা দিয়ে মন্ত্র জপ করা যেতে পারে। প্রতিদিন স্নানের পর ভগবান বিষ্ণুকে স্মরণ করে ‘ওম নমো ভগবতে বাসুদেবায় জপ’ করলেই মিলবে ফলাফল। পূরণ হবে সমস্ত ইচ্ছা। এমনকি বিষ্ণুর কৃপায় শেষ জীবনে লাভ হবে মোক্ষ।

  • এই মাসে করা যেতে পারে লক্ষ্মী নারায়ণের পুজো : গোটা মলমাসেই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত এমনটাই বলা আছে হিন্দু শাস্ত্রে। এই সময় ভগবান বিষ্ণুকে স্নান করাতে হবে পঞ্চামৃত দিয়ে। ভোগ হিসেবে দিতে হবে তুলসী পাতা। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে খুশি করতে জ্বালানো যেতে পারে ঘিয়ের প্রদীপ। পাঠ করতে হবে বিষ্ণু সহস্রনাম। এছাড়াও দেবী লক্ষ্মীর আরতি করা যেতে পারে।
  • অর্পণ করুন তুলসী পাতা : শিব ঠাকুর যেমন বেলপাতায় সন্তুষ্ট ঠিক তেমনই তুলসী পাতায় সন্তুষ্ট ভগবান বিষ্ণু। তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পুজোই হয় না। আর তাই মলমাসে ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে হলে প্রতিদিন পুজো দিতে হবে তুলসী গাছের। এক্ষেত্রে তুলসী গাছে নিবেদন করা যেতে পারে কাঁচা দুধ এবং জল। এছাড়াও সন্ধ্যা বেলায় জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ। এতে সংসারে বজায় থাকবে সুখ শান্তি। ফুলে ফেঁপে উঠবে অর্থভাণ্ডার।