Lifestyle

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

Advertisement
Advertisements

চুল নিয়ে প্রতিদিন নিত্যনতুন সমস্যায় ভোগেন মানুষজন। ডগা ফাটা থেকে শুরু করে খুশকি সহ চুল পড়ে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা যায় চুলে। তবে, জানেন কি এই সমস্যা থেকে নিমেষে উদ্ধার পাওয়া যায়। আজ আপনাদের ৫ টি আয়ুর্বেদিক হেয়ার অয়েলের কথা বলবো। যেটি আপনার চুলকে করে তুলবে ঘন, লম্বা ও অনেক বেশি মজবুত। চলুন তবে, দেখে নেওয়া যাক সেই তেলগুলি কি কি।

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

১.The Ayurveda Co. Hair Oil For Hair Fall With Methi, Bhringraj Amla

আমলকি, মেথি চুলের জন্য কতটা উপকারী তা আশাকরি নতুন করে বলার কিছু নেই। এগুলো আপনার মাথার ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি করবে। এগুলো ছাড়াও এই তেলের মধ্যে রয়েছে তুলসীপাতা, জলপাই, নারকেল, জোজোবা, বাদাম, তিল সহ আরও অনেক কিছু। যা চুলের জন্য খুবই উপকারী।

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

২.Nat Habit Crushed Tri-Leaf Winter Hair Fall

জবা পাতা, কারি পাতা, আমলকি, শিকাগাই, কর্পূর, তুলসী, মেথি সহ অনেক কিছু রয়েছে। যা আপনার চুলের বৃদ্ধির জন্য সাহায্য করবে। অনেকে এটিকে দাসবুটি তেলও বলে। এই তেল পাতলা চুলের জন্যও খুব উপকারী।

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

৩.Kairali Kairali Ayurvedic Hair Oil

কৈরালির আয়ুর্বেদ বিশেষত স্পা ট্রিটমেন্টের জন্য জনপ্রিয়। গরুর দুধ, কর্পূর, অমৃতা, আমলকি, মধুকা দিয়ে তৈরি এই তেলটি। এই তেলটি চুলের পুষ্টি জোগাতে খুবই উপকারী। তাই একবার হলেও এই তেলটি ব্যবহার করুন।

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

৪.Khadi Natural 18 Herbs Hair oil

এই নামটি শুনেই নিশ্চই বুঝতে পারছেন যে, এই তেলটি একাধিক ভেষজ উপাদান দিয়ে তৈরি। এই তেলটি লেবু পাতা, পুদিনা পাতা, রোজমেরি, নিম ইত্যাদি গাছের নির্যাস থেকে তৈরি হয়। যা স্ক্যাল্পকে আরাম দেয়। এমনকি চুলের গোড়ায় বৃদ্ধিতে সাহায্য করে।

রাতারাতি বাড়বে চুলের গ্রোথ! অবশ্যই ব্যবহার করুন এই ৫ আয়ুর্বেদিক হেয়ার অয়েল

৫.Kama Bringadi Intensive Hair Treatment Oil

চুল কালো করার জন্য নীল দিয়ে এটি তৈরি করা হয়েছে। এমনকি চুলের গোড়া মজবুত করার জন্য এটির মধ্যে দেওয়া হয়েছে আমলকি। স্কাল্পের উন্নতির জন্য রয়েছে বেলুন ওয়াইন ও লিকোরিস। এমনকি দুধ ও তিলের তেলও রয়েছে। এই তেলটি চুলের জন্য খুব উপকারী।