Lifestyle

Bengali Totka For Job : হাজার চেষ্টার পরেও মিলছে না চাকরি? এই ৫ টোটকায় খুলবে ভাগ্যের তালা

আজকালকার যুগে চাকরির মার্কেটে যা প্রতিযোগিতা তাতে মনের মতো চাকরি পাওয়া বেশ কঠিন। বছরের পর বছর ধরে একেরপর এক ডিগ্রি অর্জন করার পরও অনেকসময় দেখা যায় যে, মনের মতো চাকরি পাওয়া যায় না। এমনকি কোনো কোনো সময় আবার এমনও হয় যে, সবকিছু ঠিকঠাক হওয়ার পরও শেষ মুহূর্তে এসে চাকরি হাতছাড়া হয়ে যায়। আর এসব কিছুর পিছনে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের একটি বিষয় রয়েছে।

চাকরি বলুন বা স্বচ্ছলতা সবকিছুর ক্ষেত্রে গ্রহ অনুকূলে থাকার একটা বিষয় থেকে যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে সব বাধা-বিপত্তি কাটিয়ে চাকরির দিকে এগিয়ে যেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক।

  • মা কালীর পুজো : বাস্তুমতে বিশ্বাস করা হয় যে, মাসের প্রথম সোমবার যদি সাদা কাপড়ে কালো রঙের চাল বেঁধে মা কালীকে অপর্ন করা হয় তাহলে নাকি খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। তবে, খেয়াল রাখতে হবে যে, ওই চাল যেন ভেঙে না যায়।

  • পাখীদের দানা খাওয়ানো : সকাল বেলা পাখিদের সাত প্রকার শস্য মিলিয়ে দানা খাওয়ালে চাকরির ক্ষেত্রে সমস্ত বাঁধা দূর হয়।

  • রুদ্রাক্ষের মালা পরা : এমন বহু মানুষ দেখা যায় যে, দীর্ঘদিন চাকরির সন্ধান করেও চাকরি পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা যদি ১২ মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে সহজেই ফল পাওয়া যাবে।

  • লেবুর টোটকা : ইন্টারভিউতে যাওয়ার আগে লেবুর চারদিকে চারটি লবঙ্গ রাখুন। এরপর ‛ওম শ্রী হনুমন্তে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। তারপর এটি সঙ্গে করে নিয়েই ইন্টারভিউতে যান।

  • গো সেবা : গো সেবা কত পূর্ণের একটি কাজ তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। আর তাইতো ইন্টারভিউতে যাওয়ার আগে গোরুকে গুড়-ছোলা অথবা আটার প্যাড়া করে তাতে গুড় দিয়ে নিজের হাতে খাওয়ান। এতে চাকরি পাওয়ার সম্ভবনা বেড়ে যায়।

তাহলে আর দেরি কিসের এসব টোটকা ব্যবহার করে আজই ভাগ্যের তালা খুলুন।