×
Lifestyle

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল

চুল ও ত্বকের জন্য অ্যালোভেরা কত উপকারী তা কমবেশি সবাই জানেন। এই অ্যালোভেরা জেল থেকে আপনি সহজেই অ্যালোভেরা তেল বানিয়ে ফেলতে পারেন। আসুন দেখা যাক।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল -

উপকরণ: ফ্রেশ অ্যালোভেরা পাঁচ টি, নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল -

পদ্ধতি: অ্যালোভেরা পাতা কেটে নিয়ে জলের মধ্যে অন্তত আধ ঘন্টা রেখে দিন। এই পাতা থেকে জেল বেরিয়ে আসবে। পরিমাণ মত নারকেল তেল হালকা গরম করে নিন। এই গরম করার কাজটা কোন লোহার পাত্রে করতে পারলেই ভালো হয়। গরম তেলের মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দিন। নিচু আঁচে রান্না করুন যতক্ষণ না জেলের রং বদলে যায়। এইভাবে নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশে যাবে। এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরা তেল।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল -

১) এই তেল ব্যবহার করলে আপনার ত্বক ভীষণ সুন্দর থাকবে। ত্বকের উপরে কালো দাগ হয়ে থাকলে সেগুলো দূর হবে। ত্বকের উপরের চুলকুনি হবে না, ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল -

২) ত্বক ছাড়াও এই তেল আপনি চুলে ব্যবহার করতে পারেন। নিয়মিত এই তেল চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন। এর ফলে চুলের নানান সমস্যা দূর হবে। চুল ঘন কালো ও উজ্জ্বল হয়ে উঠবে। চুল ও ত্বকের জন্য কোন দামী কসমেটিক ব্যবহার না করে এই তেল ব্যবহার করতে পারলে আপনার জন্য খুবই উপকারী হবে।

ত্বক হবে দুধের ন্যায় ফর্সা, আজই বাড়িতে বানিয়ে মেখে ফেলুন অ্যালোভেরার এই তেল -

সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনোরকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।