Lifestyle

Skin Care : ত্বক হবে উজ্জ্বল ও আকর্ষণীয়! প্রতি রাতে ঘুমাবার আগে ব্যবহার করুন এই ঘরোয়া নাইট ক্রিম

প্রতিদিন খাওয়ার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও খুবই প্রয়োজন। কেননা, ত্বক ভালো রাখতে গেলে তো এটুকু করতেই হয়। তবে, বেশিরভাগ মানুষই ত্বকের যত্নে বাজার চলতি নানান ধরণের ক্রিম ব্যবহার করে থাকেন। তবে, আজ আপনাদের ঘরোয়াভাবে তৈরি কয়েকটি নাইট ক্রিমের কথা বলবো। যেগুলি বাজার চলতি নামিদামি প্রোডাক্টের থেকে কম কিছু নয়। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে নাইট ক্রিম বানাবেন।

১.গোলাপ জল ও বাদাম তেলের নাইট ক্রিম : একটি পাত্রে ৩-৪ ফোঁটা গোলাপ জল, ২-৩ ফোঁটা বাদাম তেল, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ টেবিল চামচ নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আর তাহলেই তৈরি নাইট ক্রিম। এরপর প্রতি রাতে মুখ ধোওয়ার পর এটি ব্যবহার করবেন।

২.আপেলের নাইট ক্রিম : প্রথমেই ১ টি আপেলকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর এরমধ্যে ১ চামচ অলিভ অয়েল, ১ চামচ আমন্ড অয়েল, কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য দারুচিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি ক্রিম। এরপর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।

৩.অ্যালোভেরার নাইট ক্রিম : একটি বাটিতে কিছুটা অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ ল্যাভেন্ডার তেল, কয়েকফোঁটা প্রিমরোজ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।

৪.দুধের সরের নাইট ক্রিম : একটি বাটিতে কিছুটা ফ্রেশ দুধের সর ও অলিভ অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না থিক পেস্ট হচ্ছে। এরপর এরমধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে রেখে দিন। প্রতি রাতে নাইট ক্রিম হিসেবে এটিকে ব্যবহার করুন। দিন কয়েকের মধ্যে পার্থক্য লক্ষ করবেন।

৫.হলুদ ও লেবুর নাইট ক্রিম : একটি মিক্সিতে কয়েকটা আমন্ড বাদাম গুঁড়ো করে নিতে হবে। এরপর তারমধ্যে হলুদ গুঁড়ো, লেবুর রস ও চন্দন গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে বোতলে ভরে রেখে দিন। এরপর ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।

৬.কমলা লেবুর নাইট ক্রিম : একটি মিক্সিং জারে ২-৩ কোয়া কমলালেবু, কয়েক ফোঁটা অরেঞ্জ অয়েল, ১ টেবিল চামচ ভ্যাসলিন, ১ টেবিল চামচ গ্লিসারিন দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। যাতে সেটি ক্রিমের মতো হয়। এরপর প্রতিরাতে এটিকে ব্যবহার করুন।

৭.বাটার ও মধুর নাইট ক্রিম : একটি পাত্রে কিছুটা বাটার, কিছুটা মধু ও কয়েকটা স্যাফরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর প্রতি রাতে ব্যবহার করুন।

তাহলে আর চিন্তা কিসের? এবার ঘরোয়া উপায়ে তৈরি নাইট ক্রিম দিয়ে নিমেষেই ত্বকের যত্ন নিন।