Lifestyle

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

Advertisement

শীতকালে ত্বক ও চুলের নানারকম সমস্যা হয়। এইসব সমস্যার সমাধান করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটা সরাসরি আইস কিউবের মতো ত্বকে ব্যবহার করতে পারেন। চাইলে আপনার ফেস প্যাক বা হেয়ার প্যাকে মিসিয়েও ব্যবহার করতে পারেন।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

১. অনেকের চুল রুক্ষ এবং শুষ্ক হয়। অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুল সজীবতা ফিরে পায়। কারণ অ্যালোভেরায় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। যা মাথার ত্বকের মৃত কোষ পুনর্গঠন করে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ফলে নতুন চুল গজায় ও চুল দ্রুত বাড়ে।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

২. অ্যালোভেরার অ্যান্টি-ফাঙ্গাল ও এন্টি ভাইরাল গুণ আছে। খুশকি তাড়াতে এটা মেথির সঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

৩. অ্যালোভেরা ত্বককে করে তোলে উজ্জ্বল, মসৃন। বাড়িতেই অ্যালোভেরা জেল কিউব তৈরি করে ব্যবহার করুন। ত্বকে জ্বালাভাব থাকলে সপ্তাহে দুবার এটি ব্যবহার করা যেতে পারে। স্বস্তি পাবেন।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

৪. অ্যালোভেরায় অ্যাস্ট্রিনজেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী আছে। যা ত্বকের কালো দাগ, ছোপ দ্রুত দূর করে।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

৫. অ্যালোভেরায় থাকা জলীয় উপাদান শুষ্ক ত্বককে সজীব, মসৃণ করে। ত্বককে দ্রুত ও দীর্ঘসময় আর্দ্র রাখার জন্য অ্যালোভেরা জেল লাগান।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

৬. অ্যালোভেরায় আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ভাইরাল গুণ। যা আমাদের মাথার ত্বকে পুষ্টি জোগায়। ফলে খুশকির সমস্যা দূর হয়। অ্যালোভেরা ও মেথি দানার মাস্ক হেয়ার মাস্ক ব্যবহার করলে খুস্কি থেকে মুক্তি পেতে পারেন।

শীতকালে চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা, ফল পাবেন হাতেনাতে

৭. অ্যালোভেরায় অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে যা ব্যাকটেরিয়া দূর করে। এজন্য অ্যালোভেরা ব্যবহার করলে অতিরিক্ত ব্রণর সমস্যা মিটে যায়।