Lifestyle

ত্বক হবে সোনার ন্যায় উজ্জ্বল ও চকচকে, অবশ্যই মেনে চলুন এই ৫ টোটকা

আজকালকার দিনে সকলেই স্কিন ও চুলের যত্নে নামীদামী ব্র্যান্ডের উপর ভরসা রাখেন। কিন্তু তারপরেও যে আহামরি কিছু পার্থক্য লক্ষ করা যায় তা কিন্তু একেবারেই নয়। কিন্তু আগেকার দিনে যখন এত নামিদামি ব্র্যান্ড ছিলনা তখন কিন্তু সকলেই ঘরোয়া উপাদানের উপর ভরসা রাখতেন। আর যা কাজও দিত খুব ভালো। আজকের এই প্রতিবেদনে আমরা আগেকার দিনের মা-ঠাকুমাদের ঘরোয়া কিছু টোটকার কথা শেয়ার করবো।

যেগুলি মেনে চললে ত্বকে বাড়বে জেল্লা এমনকি ত্বক থাকবে ভালো। চলুন তবে জেনে নেওয়া যাক ঘরোয়া কিছু বিউটি সিক্রেট।

  1. ব্রণ সারাতে ঘরোয়া উপাদান: বয়সের কারণে অথবা কখনও জীবনযাত্রার কারণে অনেকের মুখেই ব্রণ হয়ে থাকে। আর সেই কারণে অনেকেই আবার স্পট ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তবে, ঘরোয়া উপাদান হিসেবে ব্রণর উপর যদি চন্দনবাটা লাগানো হয় তাহলে কিন্তু নিমেষেই কাজ হবে। কেননা চন্দনে রয়েছে এন্টি-ইনফ্ল্যামেটরি গুন। যা ত্বকের যেকোনো সমস্যা দূর করতে সাহায্য করে।
  2. ত্বকের জেল্লায় দুধের সর: ত্বকের যত্নে ঘরোয়া উপাদানের মধ্যে একটি হল দুধের সর। এটি আপনার ত্বকের জেল্লা ফেরাতে বেশ কার্যকারী। এছাড়াও দুধের সরের মধ্যে থাকা উপাদান ত্বকের আদ্রতার ঘাটতি হতে দেয় না। এমনকি নানান সমস্যা মেটাতে সাহায্য করে।
  3. রোদে ত্বকের বিশেষ সুরক্ষা: রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। একই সঙ্গে মুখ ঢেকে বেরোন। এমনকি ফুল হাত পড়ুন। মায়েরাও এই পরামর্শই দিয়ে থাকেন।
  4. ময়েশ্চারাইজারের ব্যবহার: ছোট থেকেই মায়েরা আমাদের মুখে ক্রিম ও বডিতে লোশন মাখিয়ে দিতেই। আর সেটাই মেনে চলতে বলতেন। আর মায়েদের এই মত মেনেই বিশেষজ্ঞরাও সারাবছর ময়েশ্চারাইজার মাখার পরামর্শ দিচ্ছেন। গরমে জেল বেস ময়েশ্চারাইজার ও শীতে ক্রিম বেস ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলছেন।
  5. অতিরিক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন: এই কথাটি শুধু মায়েরাই নয় বিশেষজ্ঞরাও বলেন যে, অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার না করতে। আর তাইতো চেষ্টা করবেন কম প্রোডাক্ট ব্যবহার করে সাজগোজ করতে। এমনকি প্রতিদিন সাধারণ স্কিনকেয়ার রুটিন ফলো করুন। তাহলেই দেখবেন আপনার স্কিন থাকবে খুব ভালো।

তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে ঘরোয়া উপাদানের সাহায্যে স্কিন কেয়ার করবেন।