Lifestyle
Skin Tightening Tips: বয়স বাড়লেও নো চিন্তা! ত্বক থাকবে টানটান ও সতেজ, মাথায় রাখুন এই ৫ টি উপায়
Advertisement

Advertisements
Skin Tightening Tips: স্কিনকে (Skin) ভালো রাখতে আমরা সকলেই চাই। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে স্কিনে বার্ধক্যের ছাপ পরে। আর সেক্ষেত্রে অনেকেই অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। মাথায় রাখবেন শুধু গাদা গাদা প্রোডাক্ট মাখলে কিন্তু স্কিন ভালো থাকে না। ঘুম, খাদ্য ও যত্নের উপরই নির্ভর করে স্কিনের ভালো থাকা। আর সেক্ষত্রে সঠিক জিনিস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ভুল ডায়েট ও জীবনযাত্রার কারণে অনেককেই অল্প বয়সে অনেক বয়স্ক দেখতে লাগে। এর একটি বড় কারণ মানসিক চাপ। ত্বকের তারুণ্য ধরে রাখতে আজ তাই ঘরোয়া এমন কিছু টিপস আপনাদের দেব যারফলে আপনারা বেশি বয়সেও ধরে রাখতে পারবেন ত্বকের সৌন্দর্য্যে। চলুন তবে দেখে নেওয়া যাক সেগুলি কি কি-
১.অ্যালোভেরা জেল:
- অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল। যা ত্বকে যেমন পুষ্টি দেয় তেমনই আবার ত্বককে ড্যামেজ থেকে রক্ষা করে। অ্যালোভেরার পাতা থেকে জেলটি বের করে মুখে ও ঘাড়ে ব্যবহার করুন। এরপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে মুখটি ধুঁয়ে নিন।
২.মুলতানি মাটি:
- ২ চামচ মুলতানি মাটি, ১ চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ধুঁয়ে ফেলুন। সপ্তাহে এটি দুদিন ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার ত্বক অনেক টোনড হবে।
৩.টক দই:
- টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর ৫ মিনিট রেখে ধুঁয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই প্যাকটি ব্যবহার করুন।
৪.লেবুর রস:
- লেবুর রসে থাকা অ্যাস্ট্রিনজেন্ট ত্বককে টানটান করতে সাহায্য করে। আর লেবুর রসকে তুলোর সাহায্যে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। এরপর ১০ মিনিট রেখে ধুঁয়ে নিন। এতে দেখবেন আপনার ত্বক অনেক টানটান থাকবে।
৫.কফি:
- একটি পাত্রে কফি, নারকেল তেল, দারুচিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুঁয়ে নিন। এতে ত্বক থাকবে টানটান ও নরম।
তাহলে আর চিন্তা কিসের। এভাবেই আপনার ত্বককে আরও লাবন্যময় করে তুলুন।