Lifestyle

রোদে বেরিয়ে মুখে করছে জ্বালা? অবশ্যই ব্যবহার করুন এই ফেসপ্যাক, ফল পাবেন হাতেনাতে

দিনদিন যেন গ্রীষ্মের দাবদাহ বেড়েই চলেছে। আর এই গরম থেকে মুক্তি মিলছে না কোনোমতেই। তার উপর তো নিত্যদিনের কাজকর্ম রয়েছেই। আর তাই যথারীতি বাইরে বেরোতেই হয়। এই অবস্থায় রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। সানস্ক্রিন মেখে বেরোলেও আলাদা করে ত্বকের যত্ন নেওয়া জরুরি। আর এই অবস্থায় ত্বকের একমাত্র খেয়াল রাখতে পারে কুলিং ফেসপ্যাক।

চলুন তবে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে কুলিং ফেসপ্যাক বানাবেন।

শসা ও অ্যালোভেরা জেল

হাফ শসা পেস্ট করে তার রস বের করে নিন। এরপর সেই রসের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগান। এরপর ১৫-২০ মিনিট রেখে মুখ ধুঁয়ে ফেলুন। এতে আপনার ত্বক হাইড্রেট থাকবে।

পুদিনা পাতা ও টকদই

এক মুঠো পুদিনা পাতা নিয়ে বেটে নিন। তারপর পুদিনা পাতার সঙ্গে ২ চামচ টক দই মিশিয়ে ত্বকের উপর লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট রাখার পর জল দিয়ে ধুঁয়ে নিন। এটি ত্বককে ময়েশ্চারাইজ রাখবে এমনকি ত্বকের জ্বালাভাব কমবে।

তরমুজ ও মধু

তরমুজের নির্যাসের সঙ্গে ১ চামচ মধু পেস্ট করে নিন। এরপর সেই মিশ্রনটি ত্বকের উপর লাগিয়ে নিন। এটি আপনার ত্বককে কুলিং এফেক্ট দেবে।

মুলতানি মাটি ও গোলাপ জল

গরমকালে ত্বকে তেলতেলে ভাব আসে সহজেই। আর তাই ১ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। এরপর শুকিয়ে গেলে ধুঁয়ে নিন। এতে মুখের তেল, ময়লা সহজেই দূর হবে।

পাকা পেঁপে ও মধু

পাকা পেঁপে খাওয়া যেমন শরীরের জন্য ভালো তেমনই আপনি যদি পাকা পেঁপে পেস্ট করে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখতে পারেন সেটাও কিন্তু আপনার স্কিনের জন্য বেশ উপকারী। পেঁপে ত্বককে এক্সফোলিয়েট করতে ও ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। আর মধু ত্বকের আদ্রভাব বজায় রাখে। এমনকি ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করে।

তাহলে আর চিন্তা কিসের এভাবে সহজেই ত্বকের যত্ন নিন।