×
Lifestyle

Skin Care: ধবধবে ফর্সা হবে ত্বক, খুব সহজে বাড়িতে বানিয়ে মেখে নিন অ্যালোভেরার তেল

ত্বক ও চুলের উপকারে অ্যালোভেরা তেলের ভূমিকা-

Skin Care Tips: ফর্সা হতে কেই না চায় বলুন তো দেখি? বাজার চলতি নানান রকমের প্রসাধনী মেখে অনেকেই চান মুহুর্তেই নিজের ঘোল বদলাতে। তবে তা সবসময় ঠিক হয় না। নানান রকমের কেমিক্যালে ত্বক ভালোর বদলে খারাপ হয় বেশি। আর তাই আজ এমন একটি ঘরোয়া টিপস বলবো যা দিয়ে সহজেই আপনি সুন্দর হয়ে উঠতে পারবেন।

আর সেই জন্য দরকার অ্যালোভেরা গাছের। সেটা যদি থাকে তাহলে আপনি সহজেই বানাতে পারবেশ অ্যালোভেরা জেল। এবং এই জেল থেকে বানিয়ে ফেলতে পারবেন অ্যালোভেরা তেল। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন। আর এই তেল দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এমনকি কি কাজে লাগাবেন এই তেল তাও বলবো আজকের এই প্রতিবেদনে। চলুন তবে দেখে নেওয়া যাক-

উপকরণ:

১.অ্যালোভেরা গাছের পাতা ৫ টি
২.ভিটামিন ই ক্যাপসুল কয়েকটি
৩.নারকেল তেল-১ বাটি।

প্রথমেই অ্যালোভেরা গাছের পাতাকে কেটে ৩০ মিনিট জলের মধ্যে রেখে দিতে হবে। তাহলে দেখতে পারবেন হলুদ বিষাক্ত পদার্থ বেরিয়ে আসবে। এরপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর ওই মিশ্রনের সঙ্গে হালকা গরম নারকেল তেল মিশিয়ে নিতে হবে যতক্ষন না রং পরিবর্তন হচ্ছে। এরপর ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিলেই একেবারে তৈরি অ্যালোভেরা তেল।

উপকারিতা:

১.এই অ্যালোভেরা তেল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে ত্বকের উপর হওয়া কালো দাগ, চুলকানি সব কিছু দূর হবে। এমনকি ত্বক ভীষণ সুন্দর হবে। আর নরমও হবে।

২. এই তেল শুধুমাত্র ত্বকের জন্য নয় চুলের জন্যও বেশ উপকারী। এই তেল প্রতিদিন চুলের গোড়ায় ব্যবহার করলে চুলের নানান সমস্যা দূর হবে।

তাহলে আর দেরি কিসের আজই ঘরোয়া পদ্ধতিতে তৈরি বানিয়ে ফেলুন অ্যালোভেরা তেল। আর তাহলেই দূর হবে ত্বক ও স্কিনের সমস্যা।

সতর্কীকরণ- প্রতিবেদনে উল্লেখিত কোনো উপাদানে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।