×
Lifestyle

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে

গ্রীষ্মকাল মানেই কিন্তু ফলের রাজা আম খাওয়ার সময়। তবে জানেন কি এখন বছরভর বাজারে পর্যাপ্ত পরিমানে আম পাওয়া যায়। জানেন কিভাবে আমের থেকেই সম্পূর্ণ একটি আম গাছ আপনি তৈরী করতে পারবেন। গাছের ডাল নয় শুধুমাত্র একটা পরিপক্ক আম দিয়েই সহজে তৈরী করে ফেলুন সম্পূর্ণ একটা আম গাছ। আজ সেই বিশেষ পদ্ধতি আপনাদের নিচে ধাপে ধাপে দেখানো হলো।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

১) পূর্ণ বয়স্ক একটি বৃন্ত সমেত গোটা আম কেঁটে নিন যেকোনো গাছের থেকে।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

২) পাতার বৃন্তটি হালকা করে ছুঁচালো তৈরী করুন এক দিক কেঁটে ফেলে।

৩) কেঁটে রাখা সেই আম সমেত বৃন্তটির গোড়ায় পেঁয়াজের রস ও টুথপেস্ট লাগিয়ে নিন।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

৪) এবার পরিমান মতো বালি, কোকোপিট, পেঁয়াজ কুচি ও রুটিং হরমোন মিশিয়ে একটা টবে ভরে দিন।

৬) টবে দুই ইঞ্চি গর্ত করে আম সমেত বৃন্তটি সেই টবে পুঁতে দিন ও ভালো করে জল দিন।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

৭) প্লাস্টিক দিয়ে ঢেকে সূর্যের আলোর থেকে টানা ৪০ দিন দূরে রাখুন। তারপরে দেখবেন সেখান থেকে প্রচুর নতুন শিকড় গজিয়েছে।

৮) এবার ওপর একটি টবে মাটি নিয়ে নিন। তার সাথে পরিমান করে অ্যালোভেরা পাতা, কলা গাছের কান্ড কেঁটে মিশিয়ে নিন। সবশেষে মাটির উপরে পচানো ভাত ও গোবর ছড়িয়ে দিন।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

৯) টবের মধ্যে এবার শিকড় যুক্ত আমটি পুঁতে দিন ও ভালো করে জল দিন।

ফলে ফলে ভরে আসবে আম গাছ! চাষ করুন এই বিশেষ পদ্ধতিতে -

১০) দিন পনেরো পর পর গোবর সার, নাইট্রোজেন যুক্ত খাবারে ও জলের মধ্যে গুলে বিভিন্ন তরল সার গাছের গোড়ায় দিতে থাকুন।

১১) ১২০ দিনের মধ্যে আপনার একটি আম সম্পূর্ণ পরিপূর্ণ গাছের রূপ নেবে। তবে পরিচর্যা কিন্তু সারাবছর করে যাবেন সুন্দর ফলন পাওয়ার জন্য।