Lifestyle

জীবনে সাফল্য আসছে না? মেনে চলুন শুকনো লঙ্কার এই টোটকা, ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে

Advertisement
Advertisements

সৌভাগ্য ফেরাতে কেই না চায় বলুন তো দেখি? যদিও টাকা দিয়ে সুখ কেনা যায়না। কিন্তু টাকা না থাকলেও আবার মানুষ অনেক রকম অশান্তিতে ভোগেন। যারফলে শারীরিক নানা রকমের সমস্যা দেখা যায়। তবে আজ আপনাদের এমন একটি টোটকা বলবো যা অক্ষরে অক্ষরে মেনে চললে সৌভাগ্য আসবেই আসবে। কিন্তু সেটি কি? সেটি হলো শুকনো লঙ্কা। হ্যাঁ মশাই ঠিকই শুনেছেন।

জীবনে সাফল্য আসছে না? মেনে চলুন শুকনো লঙ্কার এই টোটকা, ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে

রান্নার কাজে আমরা শুকনোলঙ্কা ব্যবহার করে থাকি। তবে এই শুকনোলঙ্কা সৌভাগ্য ফেরাতে দারুন কার্যকারী। বলতে পারেন আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগাবে শুকনোলঙ্কা। এমনকি আপনার জীবনের অনেক সমস্যাই সমাধান করবে। কিন্তু কিভাবে সেটাই আজকের প্রতিবেদনে জানাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে।

১.ইন্টারভিউতে সফলতা:

  • আপনি যদি ইন্টারভিউতে সফলতা না পান তাহলে আজই এই টোটকা ব্যবহার করুন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাড়ির দরজায় ৫ টি লাল লঙ্কা রাখুন। আর সেটির উপর পা দিয়ে এগিয়ে চলুন। আর তাতে দেখবেন আপনি সফলতা পাবেন।

জীবনে সাফল্য আসছে না? মেনে চলুন শুকনো লঙ্কার এই টোটকা, ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে

২. ব্যবসার মন্দা কাটা:

  • ব্যবসায় মন্দা কাটাতেও শুকনোলঙ্কা বেশ কার্যকারী। বিশ্বাস নিয়ে তিনটি মাটির প্রদীপ নিন। আর তাতে হলুদ সরষে, তিল, সন্ধক লবন, আস্ত ধনে রাখুন। তারপর বাতি গুলিতে লাল লঙ্কা রেখে ব্যবসার জায়গায় জ্বালিয়ে দিন। আর এতে দেখবেন দিন কয়েকের মধ্যেই ব্যবসার মন্দাভাব কেটে গিয়ে আয় উন্নতি হবে।

৩. শত্রুর হাত থেকে রক্ষা:

  • যদি আপনার উপর কেউ সমস্যা সৃষ্টি করে থাকে তাহলে ৭ টি শুকনোলঙ্কা নিয়ে ঘরের যেকোন জায়গায় ঝুলিতে রাখুন। এই লাল লঙ্কা টাটকা হতে হবে। এরপর লাল লঙ্কা শুকিয়ে যাওয়া মানে আপনার শত্রু দুর্বল হয়েছে। তেমনটাই বিশ্বাস করা হয়।

জীবনে সাফল্য আসছে না? মেনে চলুন শুকনো লঙ্কার এই টোটকা, ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে

৪. আটকে থাকা টাকা ফেরত পাওয়া:

  • অনেকসময় অনেকক্ষেত্রে টাকা আটকে থাকে। যা কোনোভাবেই ফেরৎ পাওয়া সম্ভব হয়ে ওঠেনা। আর তাই টাকা ফেরত পেতে গেলে আপনাকে একটি লাল রুমাল নিতে হবে। তারমধ্যে ৭ টি শুকনোলঙ্কা বেঁধে আপনার সঙ্গে রাখুন। এক সপ্তাহ পর রুমাল পরিবর্তন করুন। এতে আপনার আটকে থাকা টাকা ফেরত পাবেন।

জীবনে সাফল্য আসছে না? মেনে চলুন শুকনো লঙ্কার এই টোটকা, ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে

৫.জীবনের সমস্যা দূর করা:

  • মানুষের জীবনে হাজার একটা সমস্যা থাকে। আর সেই সমস্যা যদি দূর করতে চান তাহলে ২১টি শুকনোলঙ্কার বীজ একটি পাত্রে রেখে বিছানার পাশে রেখে দিন। এরপর সকালে মাথার উপর ৭ বার ঘুরিয়ে দিয়ে ফেলে দিন। এতে আপনার জীবনের সমস্যা দূর হবে।

Disclaimer:

  • এরপরেও বলে রাখি যে, বাংলায় একটা প্রবাদ আছে ‛বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর’। আর তাই যারা বিশ্বাস করেন তারা একবার নিজেদের সমস্যা অনুযায়ী একবার এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন। এখানে দেওয়া তথ্য সাধারন বিশ্বাসের ওপর ভিত্তি করে। Humppy.Com এটি নিশ্চিত করে না