চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর কার্যকরী উপায়

আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যা এখন প্রত্যেকেরই। চুল আমাদের ভীষণ ই প্রিয়। কিন্তু এই চুলের যত্ন নেওয়ার পরও যখন চুল ঝরে পড়েছে দিনের-পর-দিন তখন সত্যিই একটা সময়ের পর ডিপ্রেশড ফিল হয়। তাই আমি আজকে আপনাদের যে রেমিডিটি জানাবো সেই রেমেডি ফলো করলে আপনি খুব তাড়াতাড়িইএই সমস্ত সমস্যা থেকে সমাধান পাবেন। এই রেমিডিটি তৈরি করতে যে সমস্ত উপকরণ গুলি লাগবে সেগুলি হল:- একটি গ্রেটার নিন এবং একটি ফ্রি আছে ভালো করে গ্রেট করে নিন। এরপর একটি ছাকনির সাহায্যে ভালো করে সেই রসটা ছেঁকে নিন। পিয়াজে প্রচুর পরিমাণে সালফেট থাকবার জন্য এটি চুলের গোড়া থেকে মজবুত করে এবং আমাদের ত্বককে আরও সুন্দর রাখে।
এরপর একটি ডিম ফাটিয়ে নিয়ে ডিমের হলুদ অংশ আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশের সাথে পেঁয়াজের রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর লেবু কেটে নিন। দু টেবিল চামচ লেবুর রস নিয়ে পেঁয়াজের রসের সাথে ভাল করে মিশিয়ে নিন। এবার দুই থেকে তিন মিনিট ধরে এই মিশ্রণটি কে ভাল করে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণটি তৈরি ব্যবহার করবার জন্য।কেমন ভাবে এটি ব্যবহার করবেন এখন জানিয়ে দেবো:-
এটি আপনি চাইলে সকালবেলাতে ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে রাত্রেবেলা ব্যবহার করে শুয়ে পড়তে পারেন। এটি যখন আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছাবে তখন আপনার চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার চুল অনেক সহজে লম্বা হবে। আপনি সারারাত এটিকে ব্যবহার করবার পর পরের দিন সকালে উঠে যে কোন শ্যাম্পু ইউজ করতে পারেন এবং কন্ডিশনার ইউজ করতে পারেন ।এই ভাবে ব্যবহার করতে থাকলে আপনি এক মাসের মধ্যেই রেজাল্ট পাবেন।