টমেটো দিয়ে বাড়িতে চাষ করুন লঙ্কা, ফলন হবে দুর্দান্ত, শিখে নিন বিশেষ পদ্ধতি

আপনার পছন্দের কোনো গাছের সাথে অন্য কোনো গাছ কিংবা ফলের মাধ্যমে কাটিং পদ্ধতি ব্যবহার করেছেন। যারা নিয়মিত বাগান কিংবা গাছপালার সাথে সম্পর্ক রাখতে পছন্দ করেন তাড়া নিশ্চয়ই জানবেন কাটিং পদ্ধতির মাধ্যমেই একটি গাছ মূলত বংশ বিস্তার করে থাকে। গাছের পাতা, কাণ্ড, ডালকে অন্য গাছের বা ফলের মধ্যে ব্যবহার করে তা থেকে শিকড় জন্মিয়ে গাছ লাগানোর পদ্ধতিকে বলা হয় ‘কাটিং’ পদ্ধতি। লাল লঙ্কা গাছ তৈরী করতে হয়তো অনেকেই চেয়ে থাকেন তবে তা সহজ হয় না সেই কারণেই শুধুমাত্র এক ফালি টমেটোর মাধ্যমে কিভাবে লঙ্কা গাছ তৈরী করবেন আজকের এই প্রতিবেদনে সেই সহজ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরা হলো।
১) দুটি সুন্দর বোঁটা সমেত লাল পাকা লঙ্কা ও একটি গোটা টমেটো নিয়ে নিন।
২) টমেটো মাঝখান থেকে কেটে নিন ও সেই রস দুটো লঙ্কার গায়ে খুব ভালো করে মাখিয়ে দিন।
৩) এবার লঙ্কার সেই বৃন্ত উল্টো করে টমেটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিন।
৪) ছোট একটা প্লাস্টিকের গ্লাসে বালি ও মাটি ভরে নিয়ে সেই টমেটোর মধ্যে বসিয়ে রাখা লঙ্কা সমেত পুঁতে দিন।
৫) ভালো করে জল দিন ও একটি প্লাস্টিকের বোতল দিয়ে ঢেকে রাখুন তাহলে আপনি নজরে রাখতে পারবেন।
৬) দিন ১৫ ঠিক একই রকম থাকার পরে সেই ঢাকনা তুলুন।
৭) লঙ্কার বৃন্ত থেকে দেখবেন নতুন সুন্দর চারা গাছ বের হয়েছে ও মাটি থেকে তুললেই দেখা যাবে নিচে পর্যাপ্ত পরিমানে শিকড় ছড়িয়ে গেছে।
এরপরে আপনি খুব সহজেই একটি বড়ো টবে মাটি ও সার সমেত সেই লঙ্কার চারা পুঁতে দেবেন। এর ফলে ধীরে ধীরেই দেখবেন কত বড়ো হয়ে যাবে সেই গাছ ও বাড়িতেই বাগানে বিপুল লঙ্কা খেতে পারবেন।