
Lifestyle : নিজের শখের গাছ থেকে সাড়া বছর দুর্দান্ত বেগুন, পেঁপে, লেবু ফলন চান? বাজার থেকে দামি দামি সার ও বন্ধুদের কথা মতো বিভিন্ন পথ অবলম্বন করেও কাজের কাজ কিছুই হয়নি। মনের মতো ফলন পাননি সাথেই গাছের পাতা হলুদ ও পোকা আক্রমণ হয়েছে। তবে জানেন কি গাছে যদি চা (Tea) পাতা ব্যবহার করে তরল একটি সার প্রয়োগ করতে পারেন তাহলেই দুর্দান্ত কাজ হবে।
এই বিশেষ জৈব (Organic) খাবারটি আপনি বাড়িতে খুব সহজেই তৈরী করতে পারবেন। কিভাবে তৈরী করবেন নিচে দেখে নিন-
- প্রথমে একটা পাত্রে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা পান্তা ভাতের জল নিয়ে নিন।
- গ্যাসের উপর বসিয়ে সেই জল গরম করে নিন।
3.লের মধ্যে দু চামচ চা পাতা ও এক মুঠো সমান পেয়াজের খোসা (Onion Peel) দিয়ে দিন।
4. এবার তিনটি জিনিস মিশে গেলে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে ছেঁকে নিন।
5. এবার বড়ো একটি পাত্রে সেই দ্রবণ নিয়ে আরও ৫০০ মিলি সাধারণ জল মিশিয়ে নিন।
6. তার মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো (Turmeric Powder) ও অনেক দিন সেই দ্রবণ রেখে দেওয়ার জন্য দুই চামচ ভিনিগার (Vinegar) মিশিয়ে নিন।
7. এবার দিন দশেক পর পর গাছের গোড়ায় সেই দ্রবণ দিতে থাকুন। কয়েক দিনের মধ্যেই কেমন দুর্দান্ত ফলন হবে আপনার সেই গাছ থেকে তা আপনারা দেখতে পাবেন।
8. গাছ থেকে ফুল বা কুঁড়ি ঝরে গেলে এক লিটার জলে ফ্লোরা (Flora) গুলে স্প্রে করে দিন তাহলে আর ফুল বা কুঁড়ি ঝরে পড়বে না।