
আপনার শখের ছাদ বাগানের গাছ গুলি ঠিক করে বৃদ্ধি হচ্ছে না? কিন্তু গাছে আপনি নিয়ম করে সার, জল, খাবার এসব কিছুই দিয়েছেন। সাধের বেগুন, ঝিঙ্গা, পেপে এমনকি আলু গাছেও ঠিক একই সমস্যার কথা বলে থাকেন অনেকেই। কিন্তু জানেন কি শুধুমাত্র খাবার লবন দিয়ে আপনি অনায়েসেই এই গাছ বাঁচিয়ে ও বড়ো করে তুলতে পারবেন। কিভাবে সেই খাবার লবন গাছে প্রয়োগ করবেন সেটাই দেখানো হলো –
১) একটি পাত্রে ৫০০ মিলিলিটার মতো সাধারণ জল নিয়ে নিন।
২) তার মধ্যে অর্ধেক চা চামচ খাবার লবন মিশিয়ে দিন।
৩) এবার ৫-৭ গ্রাম মতো নাইট্রোজেন যুক্ত সার মিশিয়ে দিন। আপনি সহজেই এই সার কিনতে পাবেন বাজারে।
৪) ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ার থেকে বেশ খানিকটা দূরে সম্পূর্ণ দ্রবনটি ঢেলে দিন।
৫) দিন কয়েকের মধ্যেই দেখবেন গাছের দারুণ বৃদ্ধি হয়েছে সাথেই ফলগুলি খুবই বড়ো হবে।
বিঃদ্রঃ – মনে রাখবেন বেশি মাত্রায় খাবার লবন ব্যবহার করবেন না। কারণ মাটিতে লবণের পরিমান বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে।