
ডিমের খোসা (Egg Shell) গাছের জন্য খুবই সুষম উপাদান। আপনারা প্রতিদিন ডিম ব্যবহার করেন। তবে ডিমের খোসা ফেলে দেন। তবে সেই খোসা ধুয়ে, রোদে শুকিয়ে যদি বিভিন্নভাবে ব্যবহার করেন তাহলে অতি অবশ্যই গাছের ভালো হবে। তবে জানেন কি কিভাবে ব্যবহার করবেন ডিমের খোসা। আজকের প্রতিবেদনে তিনটি পদ্ধতিতে গাছের উপরে ডিমের খোসা ব্যবহার করার পদ্ধতি দেখাবো।
ডিমের খোসায় কি কি থাকে – ক্যালসিয়াম, প্রোটিন, স্ট্রন্টিয়াম, ফ্লুরাইড, ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামসহ অন্যান্য খনিজ অল্প পরিমাণে থাকে।
কিভাবে ব্যবহার করবেন এই ডিমের খোসা –
১) গাছের দ্রুত বৃদ্ধির জন্য – উষ্ণ গরম জলের মধ্যে ডিমের খোসা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। একইভাবে ২৪ ঘন্টা রেখে দিন। পরের দিন গাছের মাটিতে সরাসরি ঢেলে দিন।
২) পোকামাকড় দূর – ডিমের খোসা শুকিয়ে হালকা গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে দিন। এর ফলে শামুক, কীট পতঙ্গ, পোকামাকড় গাছের থেকে দূরে থাকবে।
৩) ডিমের খোসায় ইন্ডোর প্লান্ট লাগানো: ডিমের উপরি অংশ হালকা করে কেটে নিয়ে মাটি ভরে নিয়ে ছোট ছোট চারা গাছ তৈরী করে দিতে পারেন। এর মধ্যেই গাছ হলে গাছের বারবাড়ন্ত হবে খুবই ভালো।