রুষ্ট হবেন মা লক্ষ্মী! অক্ষয় তৃতীয়ার আগে অবশ্যই বাড়ি থেকে সরান এই সমস্ত জিনিস

সবেমাত্র পয়লা বৈশাখ গেছে। আর সামনেই আসছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। আগামী ২২ এপ্রিল পড়েছে এই উৎসব। এদিন সকাল ৭ টা ৪৯ মিনিট থেকে ২৩ এপ্রিল সকাল ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। এদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষীর পুজো করা হয়। এমনকি অনেকে সোনা (Gold) ও রুপোর (Silver) মতো মূল্যবান ধাতু ক্রয় করে থাকেন এই দিনে। বিভিন্ন মন্ত্র উচ্চারণে এদিনের পুজো সম্পূর্ণ করা হয়। আর এর কারণই হল মা লক্ষী (Laxmi) ও ভগবান বিষ্ণুকে (Bishnu) তুষ্ট করা।
আর ঠাকুর যদি তুষ্ট হন তাহলে আপনার উপর যে আশীর্বাদের বৃষ্টি বইবে তা বলা যায় বৈকি। তবে, এই অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) দিন কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আর নাহলে মা লক্ষী রুষ্ট হন। কিন্তু কি সেই সতর্কতা চলুন জেনে নেওয়া যাক।
১.এই দিনে ছেঁড়া জুতো (Shoe) বাড়িতে একেবারেই রাখবেন না।
২.এই দিন বাড়িতে কোনো ভাঙা মূর্তি থাকলে সেটিকে বিসর্জন দিয়ে দিতে হয়। তাতে মা লক্ষী ও ভগবান বিষ্ণুর কৃপা আজীবন বজায় থাকে।
৩.এদিন ঘর থেকে নষ্ট ঝাঁটা দূর করে নতুন ঝাঁটা কেনা যেতে পারে। কারণ ঝাঁটা হল মা লক্ষীর প্রতীক।
৪.অক্ষয় তৃতীয়ার দিন ভাঙা বাসন ফেলে দেওয়া উচিত। কেননা ভাঙা বাসন ঘরে নেতিবাচক প্রভাব ফেলে।
এছাড়াও এদিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এমনকি বাড়িতে কোনো শুকনো গাছপালা থাকলে সেগুলোকে মাটিতে রেখে জল দেওয়া উচিত। আর তাতে বাস্তু দোষ কেটে যায়।