ঠোঁটের কালো দাগ দূর করার কার্যকরী উপায় জেনে নিন

ঠোঁট কালো হয়ে যাওয়া সমস্যায় অনেকেই প্রায়ই ভুগে থাকেন। বিশেষ করে ছেলেরা যারা এই সমস্যা নিয়ে বেশি ভুগে থাকেন। আজকে এই সমস্যার সমাধান আপনাদের কাছে। কিভাবে কালো ঠোঁট পরিষ্কার করবেন? তার আগে আমরা জানবো ঠোঁট কেন কালো হয়:-
১) যেসব ছেলেরা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে তাদের ঠোঁট কালো হয়ে যায়। আর এটি ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার।
২) অতিরিক্ত পরিমাণে যারা কফি বা চা পান করে থাকেন তাদের ও কিন্তু ঠোঁট কালো হয়ে থাকে।
৩) আবার ও অনেকের হরমোনাল চেঞ্জেন্সের জন্য ও ঠোঁট কালো হয়ে থাকে।
৪) সূর্যের ক্ষতিকর রশ্মি কারণেও অনেকের ঠোঁট কালো হয়ে যায়।
ঠোঁট কালো ঠিক কি কি কারনে হয় সেগুলি তো আমরা জানলাম। এবার আমরা জানবো কালো ঠোঁট কিভাবে পরিষ্কার হয়:-
যাদের অতিরিক্ত ধূমপান করবার কারণে ঠোঁট কালো হয়েছে তাদের অবশ্যই ধূমপান করা ছাড়তে হবে নয়তো কখনোই ঠোঁট পরিষ্কার হবে না । কিন্তু যাদের কোনো কারণে ঠোঁট কালো হয়ে গেছে তাদের জন্য কিছু ঘরোয়া রেমিডি রয়েছে যার মাধ্যমে আপনি উপকার পাবেন।
আজকে আমরা জানবো কিছু ঘরোয়া রেমিডি:-
১) লেবু এবং চিনি স্ক্রাব:- প্রথমে একটি লেবু নেবেন এবং লেবুটিকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে ঠোঁটের মধ্যে হালকা ভাবে রাব করতে থাকবেন। অথবা আপনি লেবুর রসের সাথে চিনি মিক্স করে হালকাভাবে দুই থেকে তিন মিনিটের জন্য রাব করতে পারেন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার করবেন,দেখবেন আপনি ভালো ফলাফল পাচ্ছেন।
২) গ্লিসারিন লেবুর রস এবং মধু এই তিনটিকে ভালো করে মিক্স করে নিয়ে প্রতিদিন রাত্রে শোবার আগে ঠোঁটের ওপর লাগিয়ে শোবেন এবং সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন আপনি কয়েক দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন।
আপনি ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খান গরুর দুধ খাবেন এর মধ্যে যে ল্যাকটিক আ্যসিড রয়েছে সেটি ঠোঁটের ওপরে মরা চামড়া টিকে তুলতে সাহায্য করে। এছাড়া যাদের ঠোঁট কালো তারা খুব গরম খাবার খাবেন না একটু ঠান্ডা করে নিয়ে খাবার খান ।এই ভাবেই হোম রেমেডি গুলোর সাথে আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন।