ঘাড় ও গলার কালো দাগ দূর করার সহজ ও কার্যকরী উপায় জেনে নিন
আমরা মুখের যত্ন তো সকলেই নিয়ে থাকি। মুখের যত্ন নেওয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু করি। বাজার চলতি বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকি। তেমনি আবার কেউ কেউ ঘরোয়া পদ্ধতিতে মুখের যত্ন নিয়ে থাকি। তবে শুধুমাত্র মুখের যত্ন নিলেই চলবে না।
এর পাশাপাশি ঘাড় ও গলার যত্ন নিতে হবে। কারণ মুখ আমাদের পরিষ্কার থাকলেও অনেকেরই ঘাড় ও গলা কালো হয়ে থাকে। অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করেও সেই কালো ছোপ দূর করা সম্ভব হয় না।
কিন্তু জানেন কি এই কালো ছোপ দূর করা যেতে পারে অতি সহজে। খুব সহজে ঘরোয়া উপায়ে আমরা ঘাড় ও গলার কালো ছোপ দূর করতে পারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিটি কি।
প্রথমে নিতে হবে 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এর সাথে এক টুকরো লেবু নিতে হবে। আর নিয়ে নিন 1 চামচ গোলাপ জল। এবারে অল্প পরিমাণ চিনি দিয়ে সমস্ত মিশ্রনটিকে ভালোভাবে মিশিয়ে নিন। লেবুতে সাধারণতঃ থাকে ভিটামিন সি। এই ভিটামিন সি ত্বককে সুন্দর রাখার জন্য অত্যন্ত কার্যকরী।
এছাড়া গোলাপজল ও ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য ব্যবহার করা যায়। এবারে সমস্ত মিশ্রনটিকে ঘাড় ও গলাতে ভালভাবে ম্যাসাজ করুন 5 মিনিট। ভালোভাবে কিছুক্ষণ ম্যাসাজ করার পর বেশ খানিকক্ষণ রেখে দিন।
এভাবে এই প্যাকটি টানা 3 দিন ব্যবহার করুন। ব্যবহারের পরে নিজের ত্বকের পার্থক্য নিজেই বুঝতে পারবেন। এভাবে অতি সহজেই ঘরোয়া উপায়ে আমরা ঘাড় ও গলার কালো ছোপ দাগ দূর করতে পারি। এই প্যাক এর উপকরণ গুলি সব ই ঘরোয়া এবং রাসায়নিক পদার্থ মুক্ত। তাই ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য এই প্যাকটি ব্যবহার করা যেতেই পারে।