গাছ ভরে আসবে লেবুতে! অবশ্যই গোঁড়ায় দিন এই দুটি ঘরোয়া উপাদান, ফল পাবেন হাতেনাতে

বাড়িতে অনেকেই সাধ করে লেবু গাছ লাগান। গরমে এই লেবু সবথেকে বেশি মানুষ খেতে ভালোবাসে। কিন্তু হঠাৎ আপনার লেবু গাছে কি ফলন বন্ধ হয়ে গেছে? নাকি পাতাগুলি কুঁকড়ে গেছে ও গাছ বাড়ছে না? তাহলে এই বিশেষ ঘরোয়া পদ্ধতিতে বানানো গাছের খাবার আপনাকে ব্যবহার করতেই হবে। আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন কিভাবে সেই বিশেষ খাবার তৈরী করবেন –
১) যে টবে লেবু গাছ লাগানো আছে তার চারপাশের মাটি হালকা করে খুঁড়ে নিন ফলে সার দিলেই ভালো করে কাজ করবে।
২) আপনার বাড়ির ব্যবহৃত চা পাতা ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিন।
৩) তারপরে ডিমের খোসা ঠিক একইভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিন।
৪) দুটো জিনিস ভালো করে মিক্স করে নিয়ে গাছের গোড়ার থেকে দূরে ছড়িয়ে দিন।
৫) গাছে প্রচুর পরিমানে ফুল নিয়ে আসার জন্য ম্যাগনেসিয়াম সালফেট বাজার থেকে কিনে এনে এক চামচ গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন কত পরিমানে লেবু আসবে।
৬) লিফ মাইনর বা মিলিবাগ পোকার আক্রমণ থেকে লেবু গাছকে রক্ষা করার জন্য এক লিটার জলের মধ্যে যে কোনো ফ্যাঙ্গিসাইড পাউডার গুলে স্প্রে বোতলে ভরে নিয়ে বিকালে গাছের উপরে ভালো করে দিয়ে দিন।
আপনার সাধের লেবু গাছে সারাবছর এমন ফুল আনতে ও দুর্দান্ত সুন্দর ভাবে বড়ো করতে এই কয়েকটি পদক্ষেপ অবশ্যই মেনে চলুন। সারাবছর ফলন পাবেন শত শত।