×
Lifestyle

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ

যত দিন যাচ্ছে ততই মানুষ আরও বেশি করে শৌখিন হয়ে উঠছে। আর তাইতো মানুষজন ঘর সাজানোর ক্ষেত্রেও গাছের ব্যবহার করে থাকেন। অনেকেই আছেন যারা যারা বাস্তু তেমন একটা মানেন না। এমনকি অনেকে না বুঝে যেকোন গাছ এনে ঘরে বসান। এক্ষেত্রে কিন্তু মহা অঘটন ঘটতে পারে। না বুঝে ঘরে যেমন খুশি গাছ লাগানো একেবারেই উচিত নয়। তাহলে কি গাছ লাগাবেন কি গাছ লাগাবেন না সেই নিয়ে দোটানায় পরেছেন নিশ্চই? চিন্তা নেই Humppy-র পাতায় আজ আপনাদের বলবো সে বিষয়েই। চলুন তবে দেখে নেওয়া যাক।

কোন গাছ লাগাবেন না

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ -

১.আম, জাম, তেঁতুল

বাগানের শখ অনেকেরই। আর সেই মতোন অনেকেই আছেন যারা বাড়িতে আম, জাম, তেঁতুল গাছ লাগিয়ে থাকেন। কিন্তু বাস্তুমতে এইসব গাছ বাড়িতে লাগানো উচিত নয়। কেননা এই গাছ আপনার কর্ম ও শিক্ষার উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াবে। তবে, চাইলে বাড়ির পিছনের দিকে কলা গাছ লাগাতে পারেন।

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ -

২. ক্যাকটাস গাছ

ঘরের মধ্যে ক্যাকটাস গাছ রাখা একেবারেই উচিত নয়। ক্যাকটাসে যেমন কাঁটা থাকে তেমনই আপনার জীবনটা কাঁটায় ভরে যাবে। আর তাই বাস্তু মতে ঘরে ক্যাকটাস গাছ রাখা খুবই খারাপ।

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ -

৩.গাছ থেকে সাদা আঠালো জিনিস যেন না বেরোয়

এমন অনেক গাছ আছে যা থেকে সাদা কশ বেরোয়। এই ধরণের গাছ বাড়িতে একদমই লাগানো উচিত নয়। কেননা এই কশ যেমন বিষাক্ত তেমনই এই কশ বাড়ির মধ্যে নেগেটিভ শক্তিকে বেশি করে ডেকে আনে। এমনকি যেসব পাতা ছিঁড়লে সাদা কশ বেরোয় সেসব গাছও রাখা একেবারে উচিত নয়।

কোন গাছ লাগাবেন

১.সুগন্ধি ফুলের গাছ

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ -

বেল, জুঁই, চাপা এই ধরণের সুগন্ধি ফুলের গাছ বাড়িতে লাগান। এই গাছ আপনার জীবনে ইতিবাচক শক্তি জোগাবে। এমনকি এইসব গাছ বাড়ির জন্য শুভ।

গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন? ভুলেও করবেন না এই কাজ, হতে পারে চরম বিপদ -

২.তুলসী গাছ

বাস্তু মতে তুলসী গাছ গাড়ির জন্য অধিক পরিমাণে শুভ। তবে, এই গাছ কিন্তু বাড়ির উত্তর-পূর্ব অথবা পূর্ব দিকেই লাগাতে হবে।

তাহলে বুঝতেই পারছেন কোন গাছ লাগাতে হবে আর কোন গাছ নয়।